জীবন সম্পর্কে কোন বিষয়গুলো সবার জানা উচিত
- আপনি আজকে ব্যর্থ হতেই পারেন। ব্যর্থ সবাই হয়। কিন্তু কালকে যে আপনি সফল হবেন না তার গ্যারান্টি কি।
- আপনি একটি দিন নষ্ট করলে সেটা আর কোনোদিনই ফিরে পাবেন না। তাই প্রতিদিনই নতুন উদ্যমের সঙ্গে শুরু করুন।
- জীবনে কোনো কিছুই নিশ্চিত না। তাই সব কিছু নিয়ে বেশি চিন্তা করা বন্ধ করুন।
- সব সময় আনন্দ খুঁজে বেড়ানো ঠিক না। এতে আপনি মানসিক ভাবে দূর্বল হয়ে পড়বেন। এর চেয়ে বরং আত্মসংযমী হওয়ার চেষ্টা করুন।
- আপনি যদি আপনার নিজেকে সম্মান না করেন তাহলে প্রথমত কেউ আপনাকে সম্মান করবে না। নিজের মূল্য বুঝতে শিখুন।
- মাঝে মধ্যে কিছু কিছু ব্যাপার থেকে আপনার নিজেকে দূরে সরিয়ে নিতে হবে আপনার নিজের ভালোর জন্যে।
- জীবনে অনেক কিছু আসবে আবার চলেও যাবে । সব কিছুতে অত বেশি মনোযোগ দেবার দরকার নেই।
- নিজেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শিখুন।
- একটি সুযোগ চলে গেলেই যে আপনি নতুন কোনো সুযোগ পাবেন না এমন না। জীবন আপনাকে অগণিত সুযোগ দেবে।
- আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস হারানো আর জীবনকে হারিয়ে ফেলা একই কথা। একমাত্র আত্মবিশ্বাস ই পারে জীবনের কঠিন কোনো লড়াইয়ে আপনাকে জিতিয়ে দিতে।
- আপনার সুখের জায়গাগুলো খুঁজে বের করুন। বেঁচে থাকার আনন্দ পাবেন।
- আপনার সময়কে অসম্মান করবেন না। সময়ের মূল্য বুঝতে শিখুন।
- মানুষকে সাহায্য করুন। জীবন আপনাকে তিনগুণ ফিরিয়ে দেবে।
- নিজের জন্যে বাঁচুন। তাহলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন।
- নিজের জীবনকে ভালোবাসুন। H.M.Arif
No comments:
Post a Comment