Friday, September 11, 2020

জীবন সম্পর্কে কোন বিষয়গুলো সবার জানা উচিত


  1. আপনি আজকে ব্যর্থ হতেই পারেন। ব্যর্থ সবাই হয়। কিন্তু কালকে যে আপনি সফল হবেন না তার গ্যারান্টি কি।
  2. আপনি একটি দিন নষ্ট করলে সেটা আর কোনোদিনই ফিরে পাবেন না। তাই প্রতিদিনই নতুন উদ্যমের সঙ্গে শুরু করুন।
  3. জীবনে কোনো কিছুই নিশ্চিত না। তাই সব কিছু নিয়ে বেশি চিন্তা করা বন্ধ করুন।
  4. সব সময় আনন্দ খুঁজে বেড়ানো ঠিক না। এতে আপনি মানসিক ভাবে দূর্বল হয়ে পড়বেন। এর চেয়ে বরং আত্মসংযমী হওয়ার চেষ্টা করুন।
  5. আপনি যদি আপনার নিজেকে সম্মান না করেন তাহলে প্রথমত কেউ আপনাকে সম্মান করবে না। নিজের মূল্য বুঝতে শিখুন।
  6. মাঝে মধ্যে কিছু কিছু ব্যাপার থেকে আপনার নিজেকে দূরে সরিয়ে নিতে হবে আপনার নিজের ভালোর জন্যে।
  7. জীবনে অনেক কিছু আসবে আবার চলেও যাবে । সব কিছুতে অত বেশি মনোযোগ দেবার দরকার নেই।
  8. নিজেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শিখুন।
  9. একটি সুযোগ চলে গেলেই যে আপনি নতুন কোনো সুযোগ পাবেন না এমন না। জীবন আপনাকে অগণিত সুযোগ দেবে।
  10. আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস হারানো আর জীবনকে হারিয়ে ফেলা একই কথা। একমাত্র আত্মবিশ্বাস ই পারে জীবনের কঠিন কোনো লড়াইয়ে আপনাকে জিতিয়ে দিতে।
  11. আপনার সুখের জায়গাগুলো খুঁজে বের করুন। বেঁচে থাকার আনন্দ পাবেন।
  12. আপনার সময়কে অসম্মান করবেন না। সময়ের মূল্য বুঝতে শিখুন।
  13. মানুষকে সাহায্য করুন। জীবন আপনাকে তিনগুণ ফিরিয়ে দেবে।
  14. নিজের জন্যে বাঁচুন। তাহলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন।
  15. নিজের জীবনকে ভালোবাসুন।  H.M.Arif

No comments:

Post a Comment