ঘটনা ১..
এক লোক ইমাম শাফেয়ী (রহ.)কে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে।’ জবাবে তিনি বললেন, ‘যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি চুগলখোর, আর যদি মিথ্যাবাদী হও, তবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক। একথা শুনে লোকটি লজ্জা পেল এবং চলে গেল।’
ঘটনা ২..
এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ (রা.) কে বলল, ‘অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।’ তিনি বললেন, ‘সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি??
ঘটনা ৩..
এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.) বলল, ‘অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে।’ তিনি বললেন, ‘শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না?’
ঘটনা ৪..
এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে।’ তিনি বললেন, ‘দেখ লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে..
প্রতিটা ঘটনা থেকে কি শিখলেন? কখনো গীবত কারী, চুগলখোর, ইন্ধন দেয় এমন মানুষগুলাকে বিশ্বাস করবেন না.. এদের কথায় প্রভাবিত হয়ে এমন কিছু করবেন না যেনো কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়..
No comments:
Post a Comment