Thursday, September 17, 2020

কী কী গুণের অধিকারী হলে ভালো মানুষ বলা হয়?


  1. ভালো মানুষদের কথা বার্তায় রুডনেস প্রকাশ পায় না।আর ভুল বশত কখনও প্রকাশ পেলেই তারা ক্ষমা চেয়ে নেয়। তারা মানুষদের সাথে কথা বলার সময় অতি নম্র ভাবে কথা বলে।
  2. তারা তাদের রাগকে কন্ট্রোল করতে সক্ষম।
  3. যাই ঘটুক না কেন তারা সবার সাথে ভালো ব্যবহার করে।
  4. অন্যের ভুলকে তারা ক্ষমা করে দেয় এবং অহংকার থেকে দূরে থাকে।
  5. তারা তাদের পিতা মাতার সাথে অসম্মান সূচক ভাবে কথা বলে না।
  6. তারা অন্ধ ভাবে কাউকে অনুসরণ করে না।
  7. যদি কোন মানুষ তার জীবন যাত্রায় কঠিন সময় পার করে তখন তারা তাদের সাহায্য করে বা করার চেষ্টা করে।
  8. ঘুষ খাওয়ার মতো জঘন্য কাজে তারা সম্পৃক্ত হয় না। দুর্নীতি দিয়ে দূরে থাকে।
  9. তারা তাদের প্রতিশ্রুতি পূরণে বদ্ধ পরিকর।
  10. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে।
  11. এতিমদের সাথে ভালো ব্যবহার করে। তাদের যত্ন নেয়ার চেষ্টা করে।
  12. দুজন মানুষের মাঝে মনোমালিন্য থাকলে তা মিটিয়ে দেবার চেষ্টা করে।
  13. গোয়েন্দা গিরি থেকে বিরত থাকে।
  14. কুকুরের মতো পিছন থেকে কাউকে কামরায় না।
  15. তারা তাদের সম্পত্তি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এ ব্যয় করে থাকে।
  16. তারা তাদের মেহমানকে সম্মান করে। ইত্যাদি

No comments:

Post a Comment