আমার কাছে মনে হয় জীবনকে উপভোগ করার জন্য অনেক টাকা, ভালো একটা সামাজিক অবস্থান এসব এর চেয়ে আরও অনেক কিছু অধিক জরুরি-
১- জীবন আসলে একটা বৃহত চক্র। একেক সময় একেক চ্যালেঞ্জের সামনে পরবেন, উত্থান-পতনের স্বীকার হবেন। "সময়" সব সময় এক রকম কাটবে না এটা মেনে নিতে শিখুন।
২- কে কি করে ফেলছে সে দিকে নজর না দিয়ে নিজের কাজের প্রতি অলয়েজ ফোকাস রাখবেন ।
৩- লাইফে আশা , প্রত্যাশা, চাহিদার লিস্টটা অলয়েজ ছোট রাখবেন।
৪-নিজের জন্য আলাদা একটা টাইম রাখুন,শরীরের যত্ন নিন। ৪০ বছর শরীর নষ্ট করে টাকা আয় করে ২০ বছর সেই টাকা শরীরের পেছনে খরছ করলে কি লাভ বলেন।
৫- মানসিক ভাবে অশান্তিতে ভোগেন এমন নিউজ, সামাজিক সাইটগুলা এভয়েড করবেন।
৬-ন্যাচারের সাথে সামান্য হলেও রিলেশন রাখার ট্রাই করবেন।কথায় আছে " মানুষ মাটির তৈরি আর মাটির কাছে গেলেই মানুষ সব চেয়ে ভালো থাকে "..
৭- নতুন মানুষের সাথে মেশার, নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করুন।
৮-অলয়েজ কিছু করার চেষ্টা করবেন, নিজের জন্য একটা উইশ লিস্ট বানান। কখন কি করবেন তার একটা তালিকা তৈরি করুন।
৯-সর্বদা অন্যের উপকার করার চেষ্টা করুন।এতে করে আপনি কাউকে যতটা না সাহায্য করবেন তার চেয়ে বেশি নিজের উপকার করবেন। অন্যের উপকারের মধ্যে যেই প্রশান্তি কাজ করে তা আপনি আর কোন কাজে পাবেন না।
১০-নিজের সন্তানদের ভাল শিক্ষা দিন। ভবিষ্যৎ জীবনকে উপভোগ করতে এটা অনেক অনেক অনেক জরুরি।ছেলে মেয়ে টাকা আয় করে দিবে বলে বলছিনা.. সন্তান ভালো পজিশনে গেলে আপনার যেই ভালো লাগা কাজ করবে যতটা শান্তিতে ভবিষ্যত কাটাবেন তা অন্য কখনো পারবেন না..
H.M Arif hossain.
No comments:
Post a Comment