ধনী হওয়ার আগে দার্শনিক হওয়া ভাল নয়। ধনী হওয়ার সুবিধাই সবচেয়ে বেশী। KGF সিনেমার একটা লাইন খুব মনে পড়ে -- "অর্থের অভাব মানুষকে ভালভাবে বাচতে দেয় না, ভালভাবে মরতেও দেয় না"
আপনি কোরাতে এই প্রশ্ন করেছেন, কিন্তু ধনীদের কোরা চালানোর সময় কই ? তারা ব্যাস্ত আছে, তাদের ব্যবসা আরও বড় করার জন্য, আরও বেশী মানুষের রুটি-রুজির ব্যবস্থা করার জন্য।
ধনী হবার সুবিধা বলে শেষ করা যাবে না। যেমন —
১. আপনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এবং খুবই আত্নতৃপ্তি পাবেন।
২. আপনার মুখের কথা,চিন্তাভাবনা সবাই অনেক গুরুত্ব সহকারে নিবে।
৩. বিপদে-আপদে আপনি মানুষকে বেশী বেশী সাহায্য- সহযোগিতা করতে পারবেন।
৪. মানুষ সন্মান করবে।
৫. আপনাকে কখনো চিকিৎসা ব্যায় নিয়ে ভাবতে হবেনা।
৬. আপনি পরিবারের মানুষদের ছোট ছোট সকল চাহিদা পূরণ করতে পারবেন।
৭. আমাদের জীবন যেহেতু একটাই, এই ছোট্ট জীবনে আপনি দুনিয়ার যেখানে খুশি সেখানে, যখন ইচ্ছা তখন, যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াতে পারবেন। টাকা আপনার জন্য বাধা হয়ে দাড়াবে না।
৮. আপনাকে কখনো বাজেট করে চলতে হবে না। নিজের পছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারবেন।
আসলে ধনী হওয়ার সুবিধা বলে শেষ করা যাবে না। আমি ধনী হওয়ার অসুবিধাই বরং খুজে পাই না।
জীবনে যদি কখনো কাদতে হয়, নিজের কোটি টাকার গাড়িতে বসেই কাদুন।
No comments:
Post a Comment