Tuesday, October 27, 2020

  1. লাভের হিসাব কে কেবলমাত্র অর্থের মাপকাঠিতে নয়, জ্ঞানভিত্তিক অর্জনের মাপকাঠিতেও দেখুন।
  2. যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নিন, সিদ্ধান্ত নিয়ে ফেলার পর কিন্তু ভাবার সুযোগ নেই।
  3. ঘন্টার পর ঘন্টা পাবজি, ফ্রি ফায়ার সহ ভিডিও গেমের পিছনে ব্যয় না করে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হকি, কাবাড়ি ইত্যাদির মতো বাস্তব গেমের পিছনে সময় কাটান।
  4. জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোকে উপভোগ করুন, আর নিজেকে সুখী ভাবতে শিখুন।
  5. আপনার হাতের স্মার্টফোন, ব্যবহৃত পিসির বাইরেও একটা জগৎ আছে, শুধুমাত্র ভার্চুয়াল জগতে না থেকে প্রাকৃতিক জগতেও আসুন।
  6. আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে এমন বই পড়া, সিনেমা দেখা, বিষয়বস্তু দেখা থেকে বিরত থাকুন।
  7. আপনার এলাকায় পরিবেশ দূষণ নিয়ে সচেতন থাকুন।
  8. পাশের বাড়ির ছেলেটা সরকারী চাকরী পেয়ে গেছে, আমাকেও পেতে হবে, সবাইকে দেখিয়ে দেব! আরে থামুন মশাই, এমন প্রতিযোগিতা বন্ধ করুন।
  9. "না" বলতে শিখুন। খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন।
  10. ধ্যান করুন, ব্যায়াম করুন। নিজ নিজ নৈতিক বিশ্বাস ও রীতিনীতিতে আবদ্ধ থেকে জীবনকে পরিচালনা করুন, পাবজি বা ফ্রি ফায়ারের ক্যারেক্টারকে পরিচালনা না করে।

No comments:

Post a Comment