Friday, November 6, 2020

আপনার সবচেয়ে মূল্যবান পরামর্শ / জ্ঞান কী?

  1. জীবন অনিশ্চিত। জীবন যে সত্যিই অনিশ্চিত এই বিষয়টি আমরা ততক্ষণ পর্যন্ত ভুলে থাকি যতক্ষণ পর্যন্ত এই অনিশ্চিত বিষয়টি আমাদের সামনে না আসে। প্রতিটি সেকেন্ড ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করুন। আমি মাঝে মধ্যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাই। আবার স্বাভাবিক জীবনে ব্যাক করি। আপনিও ব্যাক করুন।
  2. প্রতিদিনের নতুন সূর্য আপনাকে নতুন করে সব কিছু শুরু করার আহ্বান জানায়। সূর্যের এই আহ্বান উপেক্ষা না করে সব কিছু শুরু থেকে শুরু করুন। সত্যিই সব কিছু নতুন করে শুরু করা যায়।
  3. আপনার দামী চাকরি আছে অনেক টাকা সেই সঙ্গে আছে সুন্দরী বউ। আপনার অহংকার থাকাটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি অহংকারী না হন তাহলেই কেবল আপনি হিউম্যান হিসেবে ডিফাইন্ড হবেন। দামী চাকরি টাকা সুন্দরী বউ দরকার আছে কিন্তু অহংকার বিষয়টি অপ্রয়োজনীয়।
  4. নিজের শরীরের সুস্থতার বিষয়কে উপেক্ষা করবেন না কখনো। প্রতিদিন দৌড়ান শরীরচর্চা করুন তাহলে এর ওর লেখা পড়ে আপনাকে মোটিভেশন খুঁজতে হবে না।
  5. মার্ক জাকারবার্গের ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন। ফেসবুক যদি আপনার আয়-রোজগারের উৎস না হয় তাহলে ডিলিট করে দিতে পারেন। আপনি ধ্বংসের হাত থেকে বেঁচে যাবেন। আমি বলতেছি না সমস্যাটা ফেসবুকের, সমস্যাটা আপনার আমার মাথার মধ্যে। কিন্তু এর থেকে দূরে থাকলে ভালো থাকবেন।
  6. ধর্ম দিয়ে মানুষ বিচার করবেন না। ধর্মের সৃষ্টি হয়েছিল মানুষ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করবে এর জন্য। সবগুলো ধর্মের মূল সারাংশ হল প্রভুর ইবাদত করা এবং মিলেমিশে থাকা। বর্তমান প্রেক্ষাপটে বলতে গেলে মানুষে মানুষে পার্থক্য সৃষ্টির একটি অন্যতম হাতিয়ার হলো ধর্ম। ধর্মরক্ষার নাম করে মন্দির ভাঙ্গা কিংবা গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ হত্যা করা অথবা আমি মুসলমান বলেই জান্নাতে যাব আর একজন হিন্দু বলে জান্নাতে যাবে না তখন বুঝতে হবে আসলেই কোথাও সমস্যা আছে। ধর্ম নিয়ে আপনি যেকোন ভাবে ভাবতে পারেন কিন্তু কারো ধর্ম নিয়ে প্রকাশ্যে কটূক্তি করা উচিত হবে না।
  7. আপনার ব্যক্তিগত গল্পগুলো ব্যক্তিগতই রাখুন। কাউকে বিশ্বাস করে ব্যক্তিগত গল্পগুলো বলে ভুল করবেন না। সবসময় মনে রাখবেন আপনার বিশ্বস্ত ব্যক্তিরও কিন্তু বিশ্বস্ত ব্যক্তি আছে।
  8. মানুষকে সম্মান করুন তাহলে দেখবেন আপনিও সম্মানিত হবেন। সম্মান ব্যাপারটা ম্যাজিকের মতো কাজ করে।
  9. বন্ধুত্বের সংজ্ঞা সংখ্যা দিয়ে নির্ধারণ করা উচিত হবে না। জীবনে আপনার অনেক বন্ধুর দরকার নেই কিন্তু কিছু প্রকৃত বন্ধুর দরকার আছে।
  10. আপনার মন্তব্য আমার কাছে যথেষ্ট পরিমাণ মূল্যবান। একটি বাক্য লিখে আমাকে উৎসাহিত করতে পারেন।

No comments:

Post a Comment