একজন কন্যাসন্তান হিসেবে নিজের বাবা মায়ের কাছ থেকে যে কথাগুলো শুনতে চাইতাম -
১. সবার আগে তুমি মানুষ, তারপর মেয়ে।
২. কখনো নিজেকে মেয়ে ভেবে হার মানবে না।
৩. তোমার যেকোনো যৌন হয়রানির প্রতিবাদে, প্রতিরোধে আমাদের তুমি পাশে পাবে।
৪. সদা সতর্ক থাকবে। নিজের আত্নীয়, পর এমনকি ঘরের মানুষের কাছেও যৌন নিগ্রহের শিকার হতে পারো। চেপে না গিয়ে সর্বস্ব দিয়ে প্রতিবাদ করবে।
৫. যৌন হয়রানির জন্য নিজেকে দায়ী করবে না।
৬. শুধুমাত্র মেয়ে বলে তোমার লক্ষ্য ও স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিও না।
৭. সবসময় সমাজকে তোমার পাশে পাবে না। তখন হেরে না গিয়ে নিজের জন্য লড়ে যাবে।
৮. তোমার নিরাপত্তার প্রাধান্য সবার আগে।
৯. কাউকে অন্ধবিশ্বাস করবে না।
১০. কারও সাথে সম্পর্কে জড়ানোর আগে হাজারবার ভেবে সিদ্ধান্ত নিবে। অন্ধমোহে কারও সাথে সম্পর্কে জড়াবে না।
১১. আত্নরক্ষার কৌশলে পারদর্শী হওয়াটা খুবই জরুরি।
১২. পৃথিবীর সবাইকে খুশি রাখার জন্য তোমার জন্ম নয়।
১৩. স্বামী সংসার নয়, নিজের জন্য বাঁচো।
১৪. যেকোনো পরিস্থিতিতে নিজের উপর আস্থা রাখো।
১৫. নিজের মেধা দিয়ে লক্ষ্য অর্জন কর, রূপ দিয়ে নয়।
No comments:
Post a Comment