Friday, November 6, 2020

  1. জেনে বুঝে সময় নষ্ট করা।
  2. ধূমপান/মদ্যপান করা।
  3. কারো সাথে প্রতারণা করা।
  4. কারো সাথে তর্ক করা। কাউকে ঠান্ডা মাথায় বুঝানো আর তর্ক করা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
  5. আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ না রাখা।
  6. প্রিয়জনের বিশ্বাস ভাঙ্গা। আপনি নিশ্চয়ই একজন মানুষের কাছে আমৃত্যু 'চিটার' উপাধি পেতে চাইবেন না।
  7. ফেসবুকে নিজের সব ইমোশন শেয়ার করা।
  8. কাউকে 'বলির পাঁঠা ' বানানো অর্থাৎ আপনার স্বার্থ হাসিলের জন্য কারো ওপর মিথ্যা দোষ চাপিয়ে দেয়া।
  9. বাবা, মা ও শিক্ষকের সাথে নিন্দনীয় আচরণ করা।
  10. আপনার চেয়ে পদমর্যাদায় নিচু কারো সাথে দুর্ব্যবহার করা। বাসের কন্টাক্টার, রিকশা চালক মামা, ভিখারি, উদ্বাস্তু এদের সাথে দম্ভ নিয়ে কথা বলা।

No comments:

Post a Comment