Saturday, November 14, 2020

মধ্যবিত্ত কাদের বলা হয়?

যেহেতু, কোরা বাংলায় প্রশ্নটি করা হয়েছে, উত্তরের অভিমুখ, বাঙালী মধ্যবিত্ত ঘেঁষাই হবে।

মধ্যবিত্ত বলতে বুঝায়, যিনি বিত্তের বৈভবে ঐশ্বর্যশালী নন আবার দারিদ্র্যের কষাঘাতে ও জর্জরিত নন। ধনী এবং দরিদ্রের মাঝামাঝি, তাঁর অবস্থান।

মোটামোটি এরকম একটা সংজ্ঞার মাধ্যমে মধ্যবিত্তকে চিহ্নিত করা যেতে পারে।

মধ্যবিত্তের আক্ষরিক অর্থ যাই হোক, বাস্তবে তিনি ধরা দিতে পারেন, নানারূপে।

আমি নিজে মধ্যবিত্ত, আরেকটু স্পষ্ট করে বললে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে অবস্থান করি,

আমাকে চেনা যাবে, যে ভাবে,

১। আমার ঘরের আসবাবপত্র খুব দামী না হলেও, কাজ চালিয়ে দেওয়ার মতো।

২। ইন্টিরিয়র ডিজাইনার ডেকে ঘর সাজানোর মতো সামর্থ্য আমার নেই। তাই ঘরের আসবাবপত্রকে আমি নিজেই পরিপাটি করে সাজিয়ে রাখতে শিখে গেছি।

৩। গৃহশোভা বাড়াতে, আমি বসার ঘরের এক কোণে, একটি টবে চারাগাছ, জীবন্ত বা প্লাটিকেরই হোক, রেখে দিতে জানি।

৪। আমি তেমন দরকার না হলে, গাড়ী ভাড়া করি না। মেট্রো, বাস, অটো বা টোটো তে কাজ চালিয়ে দিতে জানি, পয়সা সাশ্রয় করতে বা অপব্যয় রুখতে জানি,

৫। আমার ঘরে, খুব দামী সাউন্ড সিষ্টেম নেই, কিনতু ওই মোটামোটি কম দামের একটা আছে, ওটা ও আমার খুব একটা কাজে আসে না, কারণ, প্রতিদিন সন্ধ্যেবেলা আমি, মেকানিক্যাল নয়, লাইভ সাউন্ড সিষ্টেম নিয়েই মেতে উঠি,

৬। আমি দুর্গাপুজোর সময় কেনাকাটা সেরে, বাড়ী ফেরার পথে, সুযোগ থাকলেও শেয়ারে অটো, টোটো এসবে উঠি না। একটা কোল্ড ড্রিংক্সের বোতল কিনে, ক্যাব ডেকে, তাতে উঠে বসে, ধীরে ধীরে আয়েশ করেই, কোল্ড ড্রিংক্সের বোতলটিতে ঠোঁট ছোঁয়াতে জানি।

৭। আমি উত্‍সব, অনুষ্ঠানে নিমন্ত্রিত হলে, এড়িয়ে যাই না, আপ্রাণ চেষ্টা করি নিমন্ত্রণ রক্ষার। উপহার দেয়ার ব্যাপারে, আমি কার্পণ্য করি না, খুব দামী উপহার না দিলেও, একটা ব্যালেন্স মেইনটেইন করে, একটি আকর্ষক উপহার নির্বাচন করতে জানি।

(এই উপহারের ব্যাপারে, মধ্যবিত্তের জীবন কে নিংড়ে তুলে এনেছেন, আমাদের কোরামিত্র শুভেন্দু দত্ত । কোরাবাংলায় করা, বিয়ে বাড়ীতে কী উপহার দিলে ভালো হয় একটি প্রশ্নের উত্তরে, তিনি লিখেছিলেন,

" সপরিবারে গেলে অবশ্যই একটু বড়সড় (মূল্য অর্থে) উপহার দিতেই দেখে অভ্যস্ত "

এবং,

"কী সম্পর্কের ভিত্তিতে নিমন্ত্রণ পেয়েছি এবং যিনি নিমন্ত্রণ করছেন, তার আর্থিক অবস্থা কেমন"

সপরিবারে গেলে, ধরি পরিবারের লোক সংখ্যা চারজন, সেখানে একটি স্বল্প মূল্যের উপহার, ধরে নিলাম, দু'শো টাকা দামের একটি ভ্যানিটি ব্যাগ ? হিসাবটা ঠিক মিলছেই না। চারজন লোক ওখানে উত্‍সব বাড়ীতে খাবো,দাবো, আর দেবো ওই দুশো টাকার ভ্যানিটি ব্যাগ, মন বিদ্রোহী হয়ে উঠে, সায় পাই না।

"কী সম্পর্কের ভিত্তিতে নিমন্ত্রণ পেয়েছি এবং যিনি নিমন্ত্রণ করছেন, তার আর্থিক অবস্থা কেমন ?" এ ব্যাপারটা ও মাথায় কাজ করে।

উপহার দেয়ার ক্ষেত্রে, মধ্যবিত্ত জীবনে এই হিসেব আসেই এবং এই হিসাব কে চমৎকারভাবে ব্যালেন্স করে দিতে জানেন যিনি, তিনি পারফেক্ট মধ্যবিত্ত।

বিয়ে বাড়িতে নেমন্তন্ন/দাওয়াত খেতে গিয়ে উপহার হিসাবে টাকা নাকি উপহার সামগ্রী কোনটা দিলে ভাল হয়? এ শুভেন্দু দত্ত (Subhendu Dutta) এর উত্তর

আমি জানিনা শুভেন্দু দত্ত অফুরন্ত অর্থ, ধন, সম্পদ, ঐশ্বর্যের অধিকারী না মধ্যবিত্ত শ্রেণীতে পড়েন। কিনতু, ওই প্রশ্নটির উত্তরে, তিনি মধ্যবিত্ত জীবনের বাস্তবিক প্রতিচ্ছবিকে তুলে ধরেছেন বলেই, আমার মনে হয়েছে)

৮। আমি, কোনোকিছুর সর্বশেষ ব্যবহার বা সদ্ব্যবহারের শ্রেষ্ঠ প্রয়োগ বা বলা যেতে পারে, End use করতে পারঙ্গম।

আমি শেষ হয়ে আসা বডি ওয়াশের কৌটোয় একটু খানি জল মিলিয়ে, একদিন চালিয়ে দিতে জানি,

আমি শেষ হয়ে আসা টুথপেস্টের টিউব থেকে চেপে চেপে বা টিউবের নীচের দিক থেকে মুড়িয়ে, মুড়িয়ে, কাজ চালিয়ে দেয়ার মতো একটু পেষ্ট কীভাবে বের করে, কাজ চালিয়ে নিতে হয়, জানি,

৯। আমি বাজারে গিয়েই সামনে যা ই পেলাম, তাই কিনতে শুরু করি না। কোথায় তাজা সব্জী কম দামে বিক্রী হচ্ছে খুঁজে, কিনে ফেলতে জানি,

১০। আমি কাপড় চোপড় বা অন্য কিছু, কোথায়, কখন কম দামে ব্র্যান্ডেড বা ভালো জিনিষ পাওয়া যাবে, তন্ন তন্ন করে খুঁজে ঠিক জায়গাটায় পৌঁছে যেতে জানি,

১১। আমি, বাজারের ব্যাগের ওজন তেমন বেশী না হলে, ব্যাগ হাতে নিয়ে, হেঁটেই বাড়ী ফিরতে পারি,

১২। আমি, বাড়ীতে অতিথি এলে, বাজারে গিয়ে পয়সার হিসেব না করে, অতিথির জন্য মাছ, মাংস, মিষ্টি এসব কিনতে আগ্রহী হয়ে উঠতে জানি,

১৩। আমি, স্নানের জলে দু'ফোঁটা গোলাপ জল ঢেলে দিয়ে, নিজেকে রাজা বাদশা ভেবে, রাজকীয় স্নান টা সেরে ফেলতে জানি,

১৪। আমি, সন্ধ্যেবেলা হাত পা ধুয়ে, পাঞ্জাবী পড়ে, চুল ঠিক করে, গায়ে আতর মেখে বিছানায় কোলবালিশে হেলান দিয়ে, "কাহারবা নয়, দাদরা বাজাও" শুনে, কীভাবে জমিদার সূর্য কিশোর নাগ চৌধুরী হয়ে উঠতে হয় জানি,

১৫। আমি অসুখ হলে, ফিজ বেশী দিয়েও দক্ষ চিকিৎসক দেখাতে কম্প্রোমাইজ করি না, কিনতু, তাঁর চেম্বারে ঢোকার আগে, তিনি যেন আমায় scan, MRI, whole body চেক আপ করানোর ফর্দ না ধরিয়ে দেন, সেটার জন্য ঈশ্বরকে কেমন করে ডাকাডাকি করতে হয়, সেটা জানি।

১৬। আমি শীতকালে, রং চটা, বিবর্ণ শার্ট, সোয়েটারের নীচে চাপিয়ে দিয়ে কাজ চালিয়ে দিতে জানি,

আমি এসবই করি, কেন করি ?

আমি নিম্ন মধ্যবিত্ত, আমি সীমিত ক্ষমতার মাঝেই আমার স্বপ্ন পূরণ করার উপায়গুলি খুঁজে বের করতে জানি।

প্রশ্নটি করা হয়েছে, "মধ্যবিত্ত কাদের বলা হয়" ?

যাঁরা বিত্তের অপ্রতুলতা সত্বেও, জীবনকে নিজের মতো করেই সাজিয়ে, গুছিয়ে রাখতে জানেন, জীবনের সুখ দু:খ, হাসি, কান্নার হিসাবের ব্যালেন্স মিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত পরম তৃপ্তির হাসিটা হেসে উঠতে পারেন, সীমিত ক্ষমতা, বুকে অসীম স্বপ্ন নিয়ে, নায়েব মশাই, পারিষদবর্গ, পাইক, পেয়াদা ছাড়াই, সন্যাসী রাজা সিনেমার জমিদার, সূর্য কিশোর নাগ চৌধুরী হয়ে উঠার মতো হিম্মত বুকে রাখেন, তাঁরা।

ধন্যবাদ।

No comments:

Post a Comment