Friday, November 13, 2020

ছোট এবং ভাল জিনিসগুলি কী কী যা আমরা অন্যের জন্য করতে পারি এবং সবাইকে খুশি করতে পারি?

ছোট ছোট এবং ভালো জিনিস,

১। শপিং মলে, দোকানে যে কর্মী, জিনিসপত্র প্যাক করে, ব্যাগে ঢুকিয়ে দিলেন, তাঁকে একটু হাসি, ধন্যবাদ, একটু 'টিপস' দিলে, তিনি খুশী হন।

২। বাড়ীতে যিনি প্রতিদিনের কাজে সাহায্য করতে আসেন (domestic help), বা বাড়ীর গাড়ীর চালক অথবা যিনি, বাচ্চাকে পড়াতে আসেন, ছবি আঁকা বা নাচ, গান এসব শেখাতে আসেন, তাঁর জন্মদিনে, বাড়ীতে সবাই মিলে, তাঁকে দিয়ে একটা 'বার্থ ডে' কেক কাটানো, সবাই মিলে, তাঁর কেক কাটার সময়, 'Happy Birthday to you' গান করা, হাততালি দেয়া, একটু উপহার, তাঁর এবং বাড়ির লোকেদের নিজেদের ও ভালো লাগতে পারে।

৩। ভুল নম্বরে ফোন করে দিয়ে বুঝতে পেরে, যিনি, লজ্জিত বোধ করছেন, দু:খ প্রকাশ করছেন, সরাসরি ফোন কেটে না দিয়ে, তাঁকে একটু আশ্বস্ত করা যে, এটা তেমন ভুল কিছু নয়, এমনটা হতেই পারে।

৪। পরিচিতি নেই, তবু ও চোখে চোখ পড়ে যাওয়াতে, তাঁকিয়ে হাসি উপহার দিলেন যিনি, তাঁকে ও প্রত্যুত্তরে একটু হাসি উপহার দেয়া।

৫। জানা নেই বলে যখন কেউ কোনো ঠিকানা জানতে চাইছেন, তাঁকে চোখের ইশারায় বা মাথা নাড়িয়ে দিকনির্দেশ করে দেয়া যায়, তবে অনেকসময়ই সেটা বিভ্রান্তি সৃষ্টি করে।

তাই, নিজের জানা থাকলে, ইশারা না করে, অসুবিধে না হলে, মুখেই স্পষ্ট করে বলে,দেখিয়ে, বুঝিয়ে দেয়া। যিনি জানতে চাইছেন, তাঁর জন্য এটা খুব সুবিধে হয়।

৬। বাড়ীতে এসে বসে, গল্প করে, যখন কেউ চলে যাচ্ছেন, যাওয়ার সময়, তাঁকে একটু বাড়ীর গেইট অবধি এগিয়ে দেয়া।

৭। কলিং বেল বাজলে, দরজা না খুলে, ভেতর থেকে, কে ? কে ? কী চাই ? বলা যেতেই পারে, তবে, দরজা খুলেই তাঁর সাথে, কথা বলাও যায়।

৮। নিজের পছন্দের অর্ডার করা জিনিষটি যে ক্যুরিয়ার কর্মী বা ডেলিভারী ম্যান নিয়ে এসেছেন, তাঁকে একটু হাসি, ধন্যবাদ। সারাটা দিন, তিনি ছুটে বেড়ান, ক্লান্ত থাকেন, তাই অসুবিধে না হলে, তাঁকে একগ্লাস জল বা একটু চা, বিস্কুট অফার করা।

৯। রাস্তায় দেখা হতেই, যিনি বললেন যে তিনি রক্তদান করতে যাচ্ছেন, তাঁকে ভূয়সী প্রশংসা করা।

১০। নার্সিং হোমের লাউঞ্জে, পাশে যিনি নিজের স্বজনের শারীরিক অবস্থার জন্য মন খারাপ করে বসে আছেন, তাঁর সাথে একটু কথা বলা, একটু সাহস দেয়া, একটু আশ্বস্ত করা।

১১। কোরাবাংলায় একদমই নতুন যিনি একটি প্রশ্ন, উত্তর বা মন্তব্য করতে গিয়ে, বানান ভুল করেছেন, ব্যাকরণগত ত্রুটি ঘটিয়ে ফেলেছেন, উপস্থাপনাটি ও অতি দুর্বল, তাঁকেই, একটি আপভোট দিয়েই ফেলা, মন্তব্যের মাধ্যমে ত্রুটি, বিচ্যুতি তুলে ধরা যেমন প্রয়োজন মনে হয়, পাশাপাশি, তাঁর এই উদ্যোগকেও প্রশংসা করা, তাঁকে উৎসাহিত করার গুরুত্ব ও প্রয়োজনীয় বলেই, মনে হয়।

তাই, তাঁর জন্যই, একটু হাততালি দেয়া।

এসব করার প্রয়োজনীয়তা কিছু নেই, বাধ্য বাধকতাও নেই, কিন্তু, করলে, হয়তো বা, করার দরকার ছিলো না বলে, মনে হবে না।

হয়তো, এসব করার ফলে, যাঁর জন্য করা, তাঁর এবং যিনি করলেন, তাঁর নিজেরও, ভালো লাগতে পারে।

এবং, এই ভালোলাগাটুকু, নিজের মনে, থেকেই যায় দেখেছি,

হারিয়ে যায় না, কখনোই।

ধন্যবাদ।

No comments:

Post a Comment