১): ঘুম ঘুম ভাব দুর করতে , কিছুক্ষন নিঃশ্বাস চেপে রাখুন এরপর ছেড়ে দিন। একইভাবে কয়েকবার করুন।
২): বমি বমি ভাব হলে , বৃদ্ধাঙগুলী মুঠোর ভেতর শক্ত করে ধরে রাখুন। বমি বমি ভাব কেটে যাবে।
৩): মাইগ্রেনের অসহ্য ব্যাথা হলে বরফের মাঝে হাত রেখে , হাতের মুঠো খুলতে ও বন্ধ করতে থাকুন।
৪): পড়া মনে রাখতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তা বেশি করে পড়ে রাখুন। সকালে পড়া ভালো মনে থাকবে।
৫): গলা খুশখুশ করলে, ভালো মতো কানের পেছন দিকটায় ঘষুন। খুশখুশ ভাব কেটে যাবে।
৬): কোনভাবেই ঘুম না আসলে এক মিনিট অনবরত চোখের পলক ফেলুন। এতে চোখ ক্লান্ত হবে ফলে তাড়াতাড়ি ঘুম আসবে।
৭): দাঁতে প্রচন্ড ব্যাথা হলে একটি বরফের টুকরো হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলী দিয়ে চেপে ধরুন ব্যাথা আস্তে আস্তে কমে আসবে।
৮): নাক বন্ধ থাকলে রাতে ঘুমানোর আগে বিছানার আশেপাশে একটি পেঁয়াজ রেখে দিন। আরাম পাবেন।
৯): কোন প্রয়োজনে হাঁচি রোধ করতে চাইলে , জিহবা দিয়ে মুখের উপরের অংশে চাপ দিন। হাঁচি আর আসবে না।
১০): কোনভাবেই সিরিয়াস মূহুর্তেও হাসি থামাতে পারছেন না? নিজের গায়ে নিজে চিমটি কাটুন। হাসি থেমে যাবে।
১১): মুখে দুর্গন্ধ করছে কিন্তু ব্রাশ করার সময় নেই?ঘর থেকেবের হওয়ার সময় মুখে সামান্য পুদিনাপাতা পুরে চিবাতে পারেন।
১২): কোন বোতলের মুখ শক্ত হয়ে লেগে গেলে সামান্য গরম পানিতে চুবিয়ে রাখলেই খুলে আসবে।
১৩): ফোন চার্জ দেওয়ার সময় এয়ারপ্লেন মোডে দিয়ে চার্জ দিন। ফোন অলওপ সময়েই চার্জ হয়ে যাবে।
১৪): ফোন পানিতে পড়ে গেলে চালের পাত্রে রেখে দিন। চাল ফোনের সব পানি শুষে নেবে।
১৫): আপনার ডাস্টবিনের নিচের দিকে একটি খবরের কাগজ বিছিয়ে রাখুন। এই কাগজ ফলের রস, খাবারের রস শুষে নেবে ফলে ডাস্টবিন ভিজবে না।
১৬): পুরাতন খাবার গরম করার সময় খাবারের মাঝখানটায় গোল করে সার্কেল কেটে দিন। তাড়াতাড়ি গরম হবে।
১৭): জুস বা পানি দ্রুত ঠান্ডা করতে বোতল একটি টিস্যুতে মুড়ে ফ্রিজে রাখুন তাড়াতাড়ি ঠান্ডা হবে।
১৮): অনেক সময় ডাল, ভাতের মাড় ইত্যাদি ফুটে চুলোতে পড়ে যায়। ঠেকাতে একটি কাঠের চামচ পাত্রতে রেখে দিন। চুলোতে আর পড়বেনা।
১৯:মোমবাতি ফ্রিজে রাখুন অনেকদিন টিকবে।
২০): কলার খোসা তাড়াতাড়ি ছাড়াতে কলার শেষপ্রান্তে চাপ দিন।
No comments:
Post a Comment