মধ্যবিত্তদের জীবনের অলিখিত নীতিগুলো কী কী?
মধ্যবিত্ত জীবন মানে সাশ্রয় ।কোনো কিছু নষ্ট না করে শেষ পর্যন্ত তার ব্যবহার।আর এই মধ্যবিত্ত জীবনের অলিখিত নিয়ম ⤵️
যতক্ষণ পর্যন্ত বেচারা টুথপেস্টের অবস্থা এরকম না হয়।⤵️
আর ব্রাশ বেচারাকে কিছু না কিছু কাজে ব্যবহার করা হয়।⤵️
সাবানের অবস্থা ঠিক এরকম হবে।⤵️
শাড়ি ও ওড়না পুরোনো হওয়ার পর ।⤵️
শাড়ি কখনো কখনো এরকম ভাবেও ব্যবহার করা যায় ।⤵️
আর বাড়িতে পেন্ট করতে আনা পেন্টের জায়গা জলের বালতিতে রূপান্তরিত হওয়া।⤵️
স্কুল ইউনিফর্ম এক সাইজ বড় কেনা ।
আর বেচারা টি শার্টকে ঠিক এরকম ভাবে ব্যবহার করা হয় ।⤵️
জলের বোতল,কোল্ড ড্রিঙ্কসের বোতল না ফেলে বাড়িতে নিয়ে এসে তা রেফ্রিজারেটরে জলের জন্য ব্যবহার করা হয় ।⤵️
আর এরকমটাও হয়ে থাকে ।
No comments:
Post a Comment