বড়োলোক হওয়ার ইচ্ছা সকলের আছে কিন্তু বড়োলোক হতে কিধরনের সভাব থাকা উচিত তা সকলের জানানেই। বিপুল অর্থ উপার্জন করলেই আপনি বড়োলোক হতে পারবেন এর কোনো গেরান্টি নেই। এর জন্য জানা দরকার অর্থ কিভাবে কাজ করে। এটুক সাধারণ গ্যান থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ দেখবেন পৃথিবীতে প্রচুর মানুষ এক সময় হটাৎ লটারি পেয়ে রাতারাতি বড়োলোক হয়েছিল কিন্তু আজ তাদের বেশিরভাগ মানুষ ভিখারি। কারণ তারা অর্থের প্রয়োগ ও ব্যবহার জানেনা। তাই মাথায় রাখবেন সারাদিন গাধার মতন খেটে প্রচুর ইনকাম করলেও আপনি বড়োলোক হতে পারবেননা। তাহলে বড়োলোক হতেগেলে কি করতে হবে ? বা বড়লোকরা অর্থের ব্যবহার কিভাবে করেন ? বা প্ররিশ্রমের পাশাপাশি আর কি কি করতে হবে ?
* প্রয়জনীয় ও অপ্রয়জনীয় খরচকে চিনতে হবে। কোন জিনিস গুলি আপনার এখুনি দরকার আর কোনগুলি পরে দরকার সেগুলিকে চিনুন। পাশের বাড়ির ছেলেটা দামী গাড়ি কিনেছে বলেই আপনাকে কিনতে হবে তার কোন মনেনেই। আপনি আজ অর্থ সঞ্চয় করলে হয়তো আগামী দিনে তার থেকেও দামি গাড়ি কিনবেন।
* প্রতি ঘন্টায় আপনার ইনকাম কত হচ্ছে তার দিকে নজর রাখুন। প্রতি ঘন্টার ইনকাম কে বাড়িয়ে তুলুন।
* অপ্রয়জনীয় খরচা কমিয়ে অর্থকে সঞ্চয় করতে শিখুন।
* নিজের জন্য নিয়ম বানান ইনকামের কত শতাংশ আপনি খরচা করবেন আর কত শতাংশ জমাবেন।
* আপনার জমানো অর্থ যেনো ঘুমিয়েনাপড়ে সেদিকে নজরে রাখুন। অর্থাৎ আপনার জমানো টাকা যেন আপনার জন্য কাজ করে যায়। আপনার জমানো টাকা যেদিন থেকে আপনার জন্য কাজ করে নতুন উপার্জন শুরু করবে সেদিন থেকেই আপনি বড়োলোক হতে শুরু করবেন।
আপনার কাজ ইনকাম করে এক গুচ্ছ অর্থকে আপনার জন্য কাজ করানো। যেদিনথেকে আপনি জমানো টাকাকে আপনার জন্য কাজকরতে শিখবেন ঠিক সেদিন থেকেই আপনার বড়োলোক হওয়া শুরু। কারণ এবার আপনি যদি কাজ নাওকরেন পেছনে আপনার ইনকাক হতেই থাকবে।
No comments:
Post a Comment