কিছু কিছু ক্ষেত্রে, এরকমই অভিজ্ঞতা,
চাকরী পাওয়ার আগে,
১। বাউন্ডুইল্যা ছেলে,
২। এক্কেবারে ফালতু ছেলে,
৩। কোনো কাজের না,
৪। কোনোকিছু করার চেষ্টা বা উদ্যোগই নেই,
৫। যেসব ব্যাপারে বুঝে না, সেই সব ব্যাপারেও কথা বলে,
৬। কাজ, কর্ম নাই, ফালতু কোরা ছোরা লইয়া দিন কাটায়,
৭। সারাটা দিন বিনা কাজে, এইখানে সেইখানে ঘুইরা বেড়ায়, (ঘোরাঘুরি করা হচ্ছিলো কিনতু, চাকরীর খোঁজে),
৮ এ, জীবনে কিচ্ছু করতো পারবো না,
৯। এর ভবিষৎ ঘোর অন্ধকার।
চাকরী পাওয়ার পরে,
১। ভীষণ কাজের ছেলে, বুদ্ধিমান ছেলে,
২। খুবই উদ্যোগী, নিজের চেষ্টায় চাকরী যোগাড় করছে,
৩। যথেষ্ঠ বিচার, বুদ্ধি রাখে,
৪। ঘুইরা বেড়ায় ? কত ইমপর্ট্যান্ট কাজে ব্যস্ত থাকে,
৫। এ, জীবনে অনেক দূর যাবে,
৬। কোরার মতো একটা প্ল্যাটফর্মে লেখালেখি করে, অত সহজ না,
৭। এ, ভবিষ্যতে খুবই শাইন কইরা ফেলবো, এর ভবিষ্যত্ খুবই উজ্জ্বল, কোনো সন্দেহ নাই, আর উদ্যোগী লোক জীবনে ঠেকে না,
আগে, পরে, এসব ঘটনা যে ঘটতেই থাকে।
ঘটতে পারে, এসব ঘটনার ব্যতিক্রম ও।
চাকরী পাওয়ার আগে, মায়ের মুখে শুনতাম, "তোর মতো পাগল রে, কে চাকরী দিবো ?"
চাকরী পাওয়ার পর, মায়ের মুখে শুনতাম, "তোর মতো পাগলের ও চাকরী হয় ?"
পেশাগত ক্ষেত্রে, যখন পদোন্নতি ঘটে, কর্মদক্ষতার জন্য যখন কর্তৃপক্ষ আমাকে পুরষ্কৃত করেন, সংবর্ধিত করেন, সেটা শুনে মায়ের উক্তি, "তোর মতো পাগল রে ও পুরস্কার দেয় কেউ, ছি:, ছি:, ছি:"।
সুতরাং চাকরীর আগে, পরে, অনেক কিছুই পাল্টে যেতে পারে, বোধ হয়, পাল্টে যান না, "মা" এবং "বাবা"।
আরো হয়তো বা কেউ, পাল্টে যায় না,
কারণ, চাকরী পাওয়ার আগে যার মুখে শুনেছিলাম, "আমি শুধু তোমাকেই চাই", চাকরী পাওয়ার পর, তারই মুখে শুনি, "চাকরী যদি চলে ও যায়, তাও, আমি শুধু, তোমাকেই চাই"।
ধন্যবাদ।
No comments:
Post a Comment