Monday, October 19, 2020

ভালো বউ হওয়ার উপায়গুলো বলুন?


যেহেতু আমি বউ না বা ভবিষ্যতেও সেটি কোনোভাবেই সম্ভবনা নেই। তাই এই উত্তরটি আমি পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে দিতে চলেছি। স্বাবাভিকভাবেই সবাই এর ইচ্ছা, বা চাওয়া সমান হতে পারেনা কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটি সত্যি।

  • কাজ থেকে ফিরলে, নিজের স্বামীর সেবা করবে।
  • প্রতিদিন নতুন নতুন রান্না করে খাওয়াবেন।
  • ঘরের মধ্যেই লক্ষী বউ এর মতন থাকবে।
  • সবসময় রোমান্টিক মুডের সঙ্গী হবেন।

উপরিক্ত পয়েন্টগুলি কিন্তু কোনো পুরুষই চাইনা কিছু কুসংস্কারযুক্ত পরিবার ছাড়া ।

বউ হিসাবে নিজের স্বামীদের,

  • একটু স্বাধীন থাকতে দিন, সারাক্ষন কোথায় আছো ? ওখানে কোনো গেছো ?এই পোশাক পড়বেনা, ওই রঙ তোমাকে মানাই না। এইগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারেন।
  • আপনি কোনদিনে কি রঙের পোশাক পড়েছিলেন, বা কোন গহনা পড়েছিলেন এই রকম প্রশ্ন না করায় ভালো। পুরুষেরা এইসব মনে রাখতে পারেন না।
  • স্বামীর কাজে উৎসাহ দিন, সে যাতে কাজকে ভালোবাসতে পারেন এতে অফিস এ খুশিতে কাজ করতে পারবেন ফলে অফিসের চাপ বাড়িতে আসবেনা।
  • যে জিনিসগুলিতে আপনার স্বামীর আকর্ষণ ( ক্রিকেট, ফুটবল বা মুভি ) সেগুলি সম্পর্কে অল্পবিস্তর আলোচনা করুন।
  • হটাৎ হটাৎ একটু রোমান্টিক হয়ে পড়ুন ( পরিস্থিতি বুঝে এমন নয় স্বামীর মন খারাপ তখন )।

আসলে মেয়েরা কোনো বিষয়কে ইমোশনালই চিন্তা করেন আর ছেলেরা কোনো বিষয়কে লজিকালি চিন্তা করেন।

ধরুন, আপনার অসুখ হয়েছে,বাবা বলবে ওষুধ খেয়ে নেবে সেরে যাবে। আর মা এসে পাশে বসবে মাথায় হাত বুলিয়ে দেবে।

তাই পুরুষদের লজিক দিয়ে এবং মেয়েদের ইমোশনালভাবে সমর্থন করতে হয়।

No comments:

Post a Comment