Saturday, August 15, 2020

এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?


  1. নিজের বুদ্ধিতে ফকির হবার চেষ্টা করুন। ফকির হলেও নতুন কিছু শিখতে পারবেন।
  2. সব সময় নিজের মূল্য বুঝতে শিখুন। আত্মসম্মান বোধ অনেক বড় ব্যাপার ।
  3. কেউ যেতে চাইলে যেতে দিন। ধরে রাখতে চাওয়াটা খুবই বোকামি।
  4. প্রচুর পড়াশোনা করুন। মাস্টার্স পাস করলেই পড়াশোনা শেষ এমনটা ভাবা ঠিক না।
  5. অন্যের সঙ্গে আলোচনা করুন কিন্তু সিদ্ধান্ত আপনিই নেবেন।
  6. লোকে আপনাকে নিয়ে কি ভাবলো কিংবা কি বললো এসবে একদম কান দেবেন না।
  7. প্রচুর পানি পান করুন। পানি পান করা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি ভাবতেও পারবেন না।
  8. নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো না বসতে পারলে আপনি অন্যকে ভালো বাসতে পারবেন না।
  9. মাঝে মধ্যে নিজের সঙ্গে কথা বলুন। এটা অনেক বেশি প্রয়োজনীয় বিষয়।
  10. জীবনে অপ্রয়োজনীয় লোকের সংখ্যা কমিয়ে দিন।
  11. ইন্টারনেট বিতর্ক থেকে দূরে থাকুন।
  12. কারো মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন না। মনোযোগ চাওয়ার বিষয় না মনোযোগ অর্জন করার ব্যাপার।
  13. মানুষকে সাহায্য করুন। একসময় তিনগুণ ফেরত পাবেন।
  14. নিজের সুস্থতা - কে প্রাধান্য দিন।
  15. যে আপনাকে বুঝবে না তাকে ব্যাখা দিতে যাবেন না।
  16. সময় এবং টাকা এই দুটো কে অসম্মান করবেন না।
  17. মাঝে মধ্যে সব কিছু থেকে বিরতি নিন। আপনি রোবট নন।
  18. যেকোনো মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করুন।
  19. মানুষকে সম্মান দিন। আপনিও সম্মান পাবেন।
  20. কোনো কিছুতে অতিরিক্ত প্রত্যাশা করতে নেই।
  21. সহজে কোনো কিছুতে মুগ্ধ হবেন না ।
  22. জীবন অনিশ্চিত এটা সব সময় মনে রাখুন।
  23. বন্দুকের গুলি আর মুখের কথা এক বার বের হলে আর ফেরানো সম্ভব না। তাই কাউকে এমন কোনো কথা বলবেন না যেনো কষ্ট পায়।
  24. নেগেটিভ মেন্টালিটির মানুষজনকে দূরে থাকার চেষ্টা করুন।
  25. কারো উত্তর পড়লে উত্তরে আপভোট দিন কিংবা মন্তব্য করে উৎসাহ দিন ।

( ধন্যবাদ পড়ার জন্যে)

H.M Arif hossain 

No comments:

Post a Comment