এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
- নিজের বুদ্ধিতে ফকির হবার চেষ্টা করুন। ফকির হলেও নতুন কিছু শিখতে পারবেন।
- সব সময় নিজের মূল্য বুঝতে শিখুন। আত্মসম্মান বোধ অনেক বড় ব্যাপার ।
- কেউ যেতে চাইলে যেতে দিন। ধরে রাখতে চাওয়াটা খুবই বোকামি।
- প্রচুর পড়াশোনা করুন। মাস্টার্স পাস করলেই পড়াশোনা শেষ এমনটা ভাবা ঠিক না।
- অন্যের সঙ্গে আলোচনা করুন কিন্তু সিদ্ধান্ত আপনিই নেবেন।
- লোকে আপনাকে নিয়ে কি ভাবলো কিংবা কি বললো এসবে একদম কান দেবেন না।
- প্রচুর পানি পান করুন। পানি পান করা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি ভাবতেও পারবেন না।
- নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো না বসতে পারলে আপনি অন্যকে ভালো বাসতে পারবেন না।
- মাঝে মধ্যে নিজের সঙ্গে কথা বলুন। এটা অনেক বেশি প্রয়োজনীয় বিষয়।
- জীবনে অপ্রয়োজনীয় লোকের সংখ্যা কমিয়ে দিন।
- ইন্টারনেট বিতর্ক থেকে দূরে থাকুন।
- কারো মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন না। মনোযোগ চাওয়ার বিষয় না মনোযোগ অর্জন করার ব্যাপার।
- মানুষকে সাহায্য করুন। একসময় তিনগুণ ফেরত পাবেন।
- নিজের সুস্থতা - কে প্রাধান্য দিন।
- যে আপনাকে বুঝবে না তাকে ব্যাখা দিতে যাবেন না।
- সময় এবং টাকা এই দুটো কে অসম্মান করবেন না।
- মাঝে মধ্যে সব কিছু থেকে বিরতি নিন। আপনি রোবট নন।
- যেকোনো মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করুন।
- মানুষকে সম্মান দিন। আপনিও সম্মান পাবেন।
- কোনো কিছুতে অতিরিক্ত প্রত্যাশা করতে নেই।
- সহজে কোনো কিছুতে মুগ্ধ হবেন না ।
- জীবন অনিশ্চিত এটা সব সময় মনে রাখুন।
- বন্দুকের গুলি আর মুখের কথা এক বার বের হলে আর ফেরানো সম্ভব না। তাই কাউকে এমন কোনো কথা বলবেন না যেনো কষ্ট পায়।
- নেগেটিভ মেন্টালিটির মানুষজনকে দূরে থাকার চেষ্টা করুন।
- কারো উত্তর পড়লে উত্তরে আপভোট দিন কিংবা মন্তব্য করে উৎসাহ দিন ।
( ধন্যবাদ পড়ার জন্যে)
H.M Arif hossain
No comments:
Post a Comment