উপরের চিত্রটি লক্ষ্য করুন, আর ভাবতে থাকুন!
বাম পাশ থেকে
আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে
✏ ১ম জন - সারাজীবন শুধুমাত্র টাকার পিছনেই ছুটছেন। যার ফলে, টাকা উপার্জন করতে করতে তিনি এখন পৃথিবীর সৌন্দর্যটাই উপভোগ করতে পারছেন না।।
✏ ২য় জন- শুধুমাত্র শিক্ষা অর্জন করার কারনে পৃথিবীর পরিপূর্ণ সৌন্দর্যটাই উপভোগ করতে পারছেন না।।
✏ ৩য় জন - অপরদিকে, ইনি শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে করছেন তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতে পারছেন।
✏ ৪র্থ জন- শেষ ব্যাক্তিটি শিক্ষা এবং অর্থ কোন কিছুর দিকে তিনি ছুটেননি। যার ফলে তিনি কিছু দেখার পরিবর্তে এখন পৃথিবীতে শুধু অন্ধকারই দেখছেন।
তার মানে, আমরা বুঝতে পারি শুধুমাত্র টাকা কিংবা জ্ঞানের পিছনে দৌঁড়িয়ে পৃথিবীর আসল সৌন্দর্য উপভোগ করা অসম্ভব। তবে, দুটোর সমন্বয়ে পৃথিবীর আসল সৌন্দর্য উপভোগ করা একেবারেই সম্ভব!
H.M Arif Hosaain
No comments:
Post a Comment