Saturday, August 22, 2020

সকাল-সন্ধ্যা বিপদমুক্ত থাকার দোয়া


আমরা সারাদিনই কোনো না কোনো বিপদে পড়ি। ছোট-বড় বিভিন্ন রকমের বিপদ হওয়াটাই স্বাভাবিক। আর যখন বিপদে পরি তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কোনো গতি থাকেনা। কারণ আল্লাহ সর্বশক্তিমান। তিনি আমাদের বিপদে পতিত করেন, আবার তিনিই আমাদের বিপদ থেকে মুক্ত করতে পারেন। বিপদ থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যা নিম্ন দোয়াটি পরুন। আল্লাহ অবশ্যই সহায় হবেন।

প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়লে আর কোনো ধরণের ক্ষতি হবে এমনটি হতে পারে না।
এক বর্ণনায় আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। [আবু দাউদ:৫০৯০,তিরমিজি: ৩৩৮৮,ইবনে মাজাহ:৩৮৬৯]

আরবি দোয়া : একবার
بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
* বাংলা উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।
* অর্থ : [আমি আমার দিন বা রাতের সূচনা করছি] ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ।
H.M Arif hossain


No comments:

Post a Comment