১)বিল গেটস সর্ববৃহৎ প্রযুক্তিবিদ এবং সমাজসেবী হয়ে উঠতে সময় নিয়েছেন কয়েক দশকেরও বেশী ।
২) ইলন মস্ক সেরা প্রযুক্তিবিদ এবং রিয়েল ম্যান হয়ে উঠতে সময় নিয়েছেন কয়েক দশক ।
৩) জেফ বেজোস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে কয়েক দশক সময় নিয়েছেন।
৪) ওয়ারেন বাফেটকে বিনিয়োগের ক্ষেত্রে বলা হয় জীবন্ত কীংবদন্তী,যার জন্যও তাকে ব্যয় করতে হয়েছে কয়েক দশক।
৫) মার্ক জুকারবার্গের সামাজিক যোগাযোগের জনক হতে সময় লেগেছে কয়েক দশক।
৬) জ্যাক মা বি 2 বি ই-কমার্স ব্যবসায়ের কিং হতে কয়েক দশক সময় নিয়েছেন।
৭) সর্বশ্রেষ্ঠ উদ্ভাবক হয়ে উঠতে স্টিভ জবসেরও কয়েক দশক সময় লেগেছিল।
৮) টাটা গ্রুপের এক শতাব্দী লেগেছে ভারতের অন্যতম বৃহত্তম ও বিশ্বস্ত ব্র্যান্ডে পরিনত হতে।
৯) মুকেশ আম্বানিও বিশ্বের একনম্বর ধনী পরিবার হয়ে উঠতে কয়েক দশক সময় নিয়েছেন।
পৃথিবীতে বড় কিছু হওয়ার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।ধীর-স্থিরভাবে কোন কাজ করলে সেটি মজবুত ও টেকসই হয়। উপরের লোকগুলো কিভাবে সবোর্চ্চ ধনী আর বিখ্যাত উদ্যোক্তা হলেন ভেবে আপনি বিস্মিত হতে পারেন কিন্তু মজার বিষয় হচ্ছে এটির মধ্যে কোন রহস্য নেই, রয়েছে শুধু সঠিক পরিকল্পনা,কঠোর পরিশ্রম আর ধৈয্যের।আপনার কাছে এই তিনটি জিনিষ থাকলে আপনি যা চাইবেন তাই পাবেন। সুতরাং এখনই সময় কাজে নেমে পড়বার!
”প্রেরণাই লেখার চাবি”
” সফল করো হে প্রভু আজি সভা,
H.M Arif
No comments:
Post a Comment