Sunday, July 5, 2020

যে পাঁচটি কাজ কখনোই শুরু করা উচিত নয়।


  1. ড্রাগ সেবন। আমি দেখেছি প্রচুর ব্যাচ-মেটস্ এবং বন্ধুরা মাদকের আসক্তির কারণে তাদের জীবনটাই নষ্ট করে দেয়। ড্রাগ সেবন করা কোনো দেখানোর মতো কাজ না। ভাববেন "একবার ড্রাগ নিলে ক্ষতি কি! "। দেখতে দেখতে কখন আসক্ত হবেন নিজেই জানতে পারবেন না।
  2. ধূমপান। ধরি, ১ থেকে ১০ এর স্কেলে, ১০ হলো স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক। যদি ড্রাগের আসক্তি স্কেলে ১০ এ অবস্থান করে, তবে ধূমপানের অবস্থান ৯ এর কাছাকাছি থাকবে। প্রায় প্রত্যেক ধূমপায়ী ব্যক্তি কেবল "একবার চেষ্টা করে দেখি " বলে প্রথম সিগারেট মুখে দেন। তাই যদি কেউ আপনাকে সিগারেট অফার করে, তবে তার থেকে সরাসরি দূরে থাকুন।
  3. হস্তমৈথুন। হস্তমৈথুন সম্পূর্ণ সাময়িক আনন্দ। কিন্তু একবার শুরু করলে ছাড়ানো মুশকিল। যার কারণে সাময়িক তৃপ্তি মেটালেও সারাজীবন অতৃপ্তিতে কাটাতে হবে।
  4. জুয়া। আপনি আজকের বিশ্বে জুয়া খেলে "যুধিষ্ঠির" হতে পারবেন না। আর জুয়া কখনোই প্রশংসনীয় কোনো খ্যাতিমান কাজ না। আপনি ভাবছেন যে, এইবার আপনি জয়ী হচ্ছেন, তবে তা বুঝার আগেই ফকির হতেও পারেন।
  5. প্রতারণা / ধোকাবাজি। প্রতারণার উদ্দেশ্যই হলো পুরো শুদ্ধ সিস্টেম কে পরাস্ত করা। আপনি পরীক্ষা দিতে গিয়ে সাধারণ একটা নকলের মাধ্যমে শুরু করলেন, তবে আপনার ধারণাই নাই যে আপনি পুরো বিশুদ্ধ সিস্টেমটার সাথেই প্রতারণা করছেন। প্রতারণার সাহায্যে স্বল্পমেয়াদে সহায়তা নিতে পারবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে বড় বড় কাজের ক্ষেত্রে আর আত্মবিশ্বাস খুঁজে পাবেন না।
  6. গড়িমসি / আলসেমি। একবার চলে যাওয়া সময় কখনই ফিরিয়ে আনতে পারবেন না। প্রত্যেকেরই একদিনে ২৪ ঘন্টা থাকে, এর থেকে এক সেকেন্ড বেশি সময়ও আপনি পাবেন না।আর কেউই শুধু শুধু দিবা স্বপ্ন দেখে সফল হননি। H.M Arif

No comments:

Post a Comment