২। অতিরিক্ত লোভ করার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।
৩। নেশাজাতীয় দ্রব্যকে নিজের নিয়ন্ত্রক বানিয়ে রাখার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।
৪। কল্পনা আর বাস্তবের পার্থক্য অনুধাবন করার অক্ষমতাজনিত ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।
৫। নিজের জীবনে যা কিছুই প্রাপ্তি ঘটেছে, সেটাকে সানন্দে গ্রহণ না করে, অপ্রাপ্তির বেদনায় সর্বক্ষণ নিজেকে বিদ্ধ করার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।
৬। জীবনে নিজের ইচ্ছে মতোই সব কিছুই ঘটবে, এ ধরণের ধারণাজনিত ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।
ধ্বংস হয়ে যায় জীবন। আত্মহননের পথ বেছে না নিলেও, জীবনের অস্তিত্বকে ছোঁয়া যায় না। নাগালের মাঝে থেকেও, অধরাই থেকে যায় জীবন।
H.M.Arif
বেঁচে থাকতে হয়, জীবন্মৃত অবস্থার মাঝেই।
No comments:
Post a Comment