১। জীবনকে সহজ করার জন্য প্রথমেই দরকার অল্পতেই সন্তুষ্টি।
২। তর্ক করে নিজেকে বড় প্রমানের চেষ্টা করবেন না
৩। যাদের আপনাকে খুব ভালো লাগে তাদেরকে ফলো করুন।
৪। ক্ষমা করতে শিখুন। তবে সব কিছুতে ক্ষমা করলে আপনি ছিটকে যাবেন।
৫। খুব বেশি চিন্তা না করে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাকে নিয়ে এগিয়ে যান।
৬। কর্ম ক্ষেত্রে কখনো অযথা ঝগড়া করবেন না।
৭। বড়দের সন্মান দিতে শিখুন তারাও আপনাকে স্নেহ করবে।
৮। খুব রাগ থাকলে রাগ নিয়ন্ত্রণ করুন, সুন্দর ব্যবহার করতে শিখুন।
৯। প্রেম করবেন না।
১০। খেলাধুলা করুন নিয়মিত মন ভালো থাকবে।
১১। মোবাইল গেম বা মুভি দেখার বেশি অভ্যাস থাকলে ত্যাগ করুন।
১২। বই পড়ুন এবং নিজেকে সব সময় পড়ুয়া মনে করুন।
১৩। সব সময় নিজেকে পরিষ্কার পরিচন্ন রাখুন।
১৪। ধর্মকে অনুসরন করুন এতে আপনার অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে।
১৫। সর্ব শেষে বলব নিজের মধ্যে শিখার আগ্রহ বাড়ান এতে আপনার অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে।
ধন্যবাদ পড়ার জন্য। :)
H.M Arif
No comments:
Post a Comment