তিক্ত কিন্তু বর্তমানে চরম বাস্তব সত্যগুলো:
1.মেয়েদের গায়ের রং ফর্সা হলে জীবনটা আরো অনেক সহজ হয়ে যায়।
2.বিয়ে না করে একটা মানুষের সারা জীবন চলে ঠিকই কিন্তু সঠিকভাবে জীবন কাটতে চায় না।
3.আমরা যতই বলি না কেন মেয়েরা ঘরের লক্ষ্মী, কিন্তু প্রকৃতপক্ষে ঘরের ছেলেকেই সবাই বেশি গুরুত্ব দেয়।
4.একটা মানুষ যতই প্রাতিষ্ঠানিক ভাবে উচ্চ শিক্ষিত হোক না কেন, যদি পারিবারিক সুশিক্ষা না থাকে, ভালো পরিবেশে সে বড় না হয় তাহলে সেই শিক্ষার কোন মূল্য নেই।
5.একটি মেয়ে লেখাপড়া করে যতোই উচ্চ শিক্ষিত হোক না কেন, যদি রান্না- বান্না না জানে তাহলে সেই মেয়েকে সবাই অন্তরে স্থান দেয় না।
6.একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, সে যদি তার সেই শিক্ষা জীবনে কাজে না লাগাতে পারে তাহলে সেই শিক্ষা না অর্জন করলেও পারে।
7.একটি মেয়েকে পরিবারের মা- বাবা সহ সকল সদস্য যতোই ভালোবাসুক না কেন, মেয়েটির বিয়ের পর পরিবারের সদস্যরা মেয়েটিকে পর ভাবতে শুরু করেই, আজ নয়তো কাল।
8.একটি ছেলে বা পুরুষ মানুষ যতই সুদর্শন হোক না কেন যদি ভালো/মানসম্মত চাকরি/ব্যবসা না করে, গরিব থাকে, তাহলে সেই মানুষকে কেউ বিয়ে করতে চায় না।
9.টাকা-পয়সা ছাড়া সত্যিই জীবনে সুখী হওয়া যায় না।
10.একজন ছেলে বা মেয়ে শারীরিক ভাবে ভার্জিন থাকতে পারে, কিন্তু মানসিক ভাবে ভারজিনিটি সম্পন্ন মানুষ নেই বললেই চলে।
11.একজন মানুষ নিজের থেকে বেশি কাউকেই ভালোবাসে না।
12.একজন সমকামীকে ৯৫% মানুষ- জনই ঘৃণা করে, সহজে তাদের সত্যকে গ্ৰহণ করতে পারে না।
14.ভালো মানুষ হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হয় না, বা আলাদা ভাবে প্রচুর বই পড়ারও দরকার নেই। এর জন্য প্রয়োজন মনুষ্যত্ব বোধের।
15.আসলেই, চরম সত্য সবসময় তিক্তই হয়।
আরও অনেক তিক্ত বাস্তব সত্য বলার আছে, কিন্তু এতো তিক্ততা যে সবকিছুকে বিষিয়ে তুলবে, তাই আর কিছুই বললাম না।
H.M Arif Hossain
No comments:
Post a Comment