জী না ভাই আমরা ভন্ড মুসলিম না!
আমাদের দেশে রমজান মাস আসলেই সমস্ত জিনিসপত্রের দামটা হুট করে বেড়ে যায়, এই কথাটা আপনার ১০০% সত্য। এখন দাম বেড়ে গেলেই যে আমরা ভন্ড মুসলিম হয়ে গেলাম বিষয়টা তেমন নয়, কারন ভন্ড মুসলিমের সংজ্ঞাটা একটু ভিন্ন । ভন্ড মুসলিম তাকেই বলে, যার মুখে এক আর অন্তরে আরেক।
আমাদের যেটা সমস্যা, সেটা হলো আমাদের দেশের মোল্লা থেকে শুরু করে সাধারণ মুসুল্লিদের ইমান এতই দূর্বল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়!
হুট করে দাম বাড়িয়ে দেয়াটা অন্যায়, এখন কোথাও অন্যায় হলে একজন মুসলিম হিসেবে তার প্রাধান দায়িত্ব ও কর্তব্য হলো মুখে বলে বাঁধা দেয়া আর শক্তি ও সামর্থ থাকলে প্রতিবাদ করা। এই জায়গাটায় এ দেশের মুসলিমদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। অন্যায় হচ্ছে মুখ বুঝে সয়ে যাচ্ছে , শক্তি এবং সামর্থ থাকা সত্যেও প্রতিবাদ করছে না কারন তাদের ইমান দূর্বল ।
ধন্যবাদ
No comments:
Post a Comment