Tuesday, March 2, 2021

স্মার্ট বলতে কী বোঝায়? কীভাবে স্মার্ট হওয়া যায়?

স্মার্ট বলতে, সাধারণভাবে পোষাকে, আষাকে ফিটফাট, কথাবার্তায় দক্ষ, প্রত্যুৎপন্নমতিত্বে উজ্জ্বল ব্যক্তিত্বকেই বুঝায়।

আপাতদৃষ্টিতে, এটাই স্মার্টনেসের সংজ্ঞা।

কীভাবে, স্মার্ট হবেন ?

১। পড়াশোনায় এমন হতে হবে, রেজাল্ট দেখে যেন, সবাই নিজে থেকেই, আপনাকে উদাহরণ করে ফেলার উৎসাহ দেখান,

২। প্রেম করতে হবে এমনভাবে, প্রেমিকা যেন, আপনার চাইতে শ্রেষ্ঠ কোনো প্রেমিক থাকতে পারে, সেটা ভাবতেই না পারে,

৩। পরিচিত, অপরিচিত, সবার সাথে অমন ব্যবহার করতে হবে, সবাই যেন আপনার ব্যবহারে, মুগ্ধ হয়ে থাকেন,

৪। পেশাগত ক্ষেত্রে এমন দক্ষতা দেখাতে হবে, সহকর্মী, কর্তৃপক্ষ যেন, আপনাকে শ্রদ্ধার আসনে রাখেন, আপনার দক্ষতা বা efficiency level কে যেন, তাঁরা show case করে ফেলার কথা ভাবেন,

৫। ব্যবসার ক্ষেত্রে, এমন হতে হবে, গ্রাহক যেন আপনাকে অন্ধবিশ্বাস করেন,

৬। মানুষের প্রয়োজনে, বিপদে, আপদে, আপনি যেন ঝাঁপিয়ে পড়েন, লোকে যেন আপনাকে, তাঁদের একটি পরম ভরসা স্থল বলে, বাস্তবিকভাবেই মনে করতে পারেন,

৭। যদি, সংসারী হন, স্ত্রী, পুত্র, কন্যা, তাঁরা যেন, আপনার মুখটি দেখা মাত্রই, 'দুশ্চিন্তা' শব্দটিকে, ঝেড়ে ফেলতে সক্ষম হন।

যদি, এসব করা যায়,

তবে, স্যুট, কোট, টাই, বুট, দামী ঘড়ি, সানগ্লাস, এসব ছাড়াই, আপনি স্মার্ট হয়ে উঠবেন এবং আপনার এই স্মার্টনেসকে লোকে প্রশংসা করবেন,

শুধু প্রশংসা নয়,

শ্রদ্ধার সাথেই, প্রশংসিত হবেন, আপনি।

ধন্যবাদ।

No comments:

Post a Comment