আল্লাহ ছাড়া আর কার কাছে মাথা নত করা ইসলামে নিষেধ।
কিন্তু আপনি যখন কাওকে পা ঢোঁড়ে সালাম করতে যান, তখন কাওকে সিজদা করার উদ্দেশ্যে পা ধড়ে সালাম করেন না। আপনি শুধু বাংলাদেশের একটা ভ্রান্ত রেওয়াজ অনুসরণ করছেন যেটা কিনা হিন্দুদের কাছ থেকে বাঙ্গালি পরিবারে ঢুকে গেছে। বাঙ্গালি জাতীটাই প্রতিষ্ঠিত হয়েছে হিন্দু পরিবেষ্টনে। আর তাই মুসলিমদের ভিতরে অনেক হিন্দু প্রথাই ঢুকে গিয়েছে। আর এর প্রধান কারন ধর্মের পর্যাপ্ত জ্ঞান না থাকা। এমন কি দেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামের অনেক ভুল বিষয় বাংলাদেশী মুসলিমরা চর্চা করে গেছে।
এখন সময় পাল্টাচ্ছে। মানুষের ইসলাম সম্পর্কে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে। আর এটা যুবকদের ভিতরে ব্যাপক প্রসার পাচ্ছে। আর তাই আপনার এই প্রশ্ন।
শিরক নয় , তবে পা ধড়ে সালাম করার কোন প্রয়োজন নাই। এমন হাত কপালে উঠিয়েও সালামের কোন প্রয়োজন নাই। সালাম একটি দোয়া। বরং যার জন্য এই দোয়া করছেন, মন থেকে করুন। আল্লাহ যেন আপনার অনুরোধ শুনেন এইভাবে সালাম দিন।
No comments:
Post a Comment