Monday, February 15, 2021

বাড়ীতে নামাজ পড়লে একামত দিতে হবে কি?

হ্যাঁ বাড়িতে নামাজ আদায় করলে একামত দেওয়া সুন্নাহ।

একাকী নামাযী ব্যক্তি যদি মুসাফির হয়, তাহলে তার জন্য ইকামত দিয়ে নামায পড়তে হবে। ইকামত ছাড়া নামায পড়ে, তাহলে মাকরূ হবে।

আর যদি একাকী নামাযী ব্যক্তি মুকীম হয়,এবং ঘরে নামায পড়ে, তাহলে তার জন্য ইকামত দেয়া উত্তম। যদি না দেয়, তাহলে কোন সমস্যা নেই।

আর যদি মুকীম ব্যক্তি মসজিদে একাকী নামায পড়ে, তাহলে ইকামত ছাড়া পড়াই উত্তম।

হ্যাঁ যদি এমন স্থানে থাকেন যেখানে আযান শোনা যায় না। তবে সেখানে আযান একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ।

ইবনে আমের রাযি. বলেন,

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,আল্লাহ তাআলা ওই মেষের রাখালকে দেখে আশ্চর্য হন যে পাহাড়ের চূড়ার একটি টিলায় নামাজের জন্য আযান দেয় ও নামাজ পড়ে। (এ-দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার দিকে চেয়ে দেখ, সে আযান দেয়, নামাজ কায়েম করে এবং আমাকে ভয় পায়। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও তাকে জান্নাতে প্রবেশ করালাম।

No comments:

Post a Comment