শয়তান থেকে পরিত্রাণ চাইতে, আল্লাহ্র সাহায্য ও আশ্রয় প্রার্থনা করতে হবে। নিম্নলিখিত দোয়াগুলো ব্যবহার করার মধ্যেমে সেটা করা যেতে পারে:
- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অর্থ; মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই। (শয়তানের কোন ওয়াসওয়াসা বা দূরভিসন্ধিমূলক কোন প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত।) - আউযুবিল্লাহি মিনাশ শাইতানির র-জীম
অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
(কুরআন তিলাওয়াতের শুরুতে, রাগের সময়, খারাপ স্বপ্ন দেখলে, মনের মধ্যে শয়তান কুমন্ত্রনা দিচ্ছে এরকম মনে হলে) - রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন
অর্থ: হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। (সূরা মুমিনুন 23:97) - নাউযুবিল্লাহ
অর্থ- আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। (যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়ে থাকে।)
এছাড়াও নীচের এইগুলোও অভ্যাস করলে, এটাও পরোক্ষভাবে আমাদের সাহায্য করবে আশা করা যায়:
- আস্তাগফিরুল্লাহ
অর্থ- আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। (যে কোনো সময় পড়া যায়।) - আলহামদুলিল্লাহ
অর্থ- সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।
(যে কোন সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন- আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত, আল হামদুলিল্লাহ, ভালো আছি।) - ইন-শা' আল্লাহ্
অর্থ- মহান আল্লাহ যদি চান তাহলে।
(ভবিষ্যতের হবে, করবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা উচিত।) - মাশা আল্লাহ
অর্থ- আল্লাহ যেমন চেয়েছেন।
এটি আল হামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলা হয়। - সুবহানাল্লাহ
অর্থ- আল্লাহ পবিত্র ও সুমহান। - ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র-জিউন
অর্থ, নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো।
(এর মাধ্যমে মৃত্যুকে স্মরণ করা হয়।) - জাযাকাল্লাহু খায়রান
অর্থ; মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন।
কেউ আপনার কোন উপকার করলে- তাকে থ্যাংক ইউ না বলে বলুন- জাযাকাল্লাহু খায়রান
আর এর উত্তরে বলা যায়:
ওয়া ইয়্যাকা / ওয়া ইয়্যাকুম / ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহু খাইরন।
অর্থ- তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন।
No comments:
Post a Comment