এক ভিক্ষুক ছিলো। সে ছিলো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ভিক্ষুক’। ভিক্ষুকটি ভিক্ষার জন্য এক কৌশল বেছে নিয়েছিল। সে মাটিতে আলাদা আলাদা কাগজের ওপর বিভিন্ন ধর্মের নাম লিখেছিল এভাবে-মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। এরপর প্রতিটি কাগজের সাথে একটি করে ভিক্ষার পাত্র বসিয়েছিলো। আর নিজের হাতে একটা কার্ডবোর্ড নিয়ে তাতে লিখে রেখেছে- কোন ধর্ম অসহায়দের সবচেয়ে বেশি সাহায্য করে?
যারা ঐ পথ দিয়ে যায়, লেখাটি পড়ে নিজের ধর্মকে সবচেয়ে বড় এবং উদার প্রমাণ করতে নিজ ধর্মের নাম লেখা ভিক্ষার পাত্রে দান করে যায়।
ভিক্ষুককে কেমন বুদ্ধিমান মনে হলো আপনার?
পৃথিবীর সব মানুষই নিজ ধর্মকে সবার চেয়ে উজ্জ্বল দেখতে চায়। একজন হিন্দুকে হিন্দুধর্মের সমালোচনা করে কিছু বললে সেও নিশ্চয়ই ক্ষেপে উঠবে। খোঁজ নিয়ে দেখবেন সে কোনদিন বেদ বা গীতা ছুঁয়েও দেখে নি। খ্রীস্টানরা বলে তাদের বাইবেল পড়া লাগে না। পাপ যত বিশালই হোক না কেন যিশুর নামে ক্ষমা চাইলেই সব ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাদের মতে খ্রীষ্টধর্ম শ্রেষ্ঠ, এতে কোন ভুল নেই, যিশুই সেরা, যিশুই সব ইত্যাদি।
মুসলিমরাও নিজেদের ধর্মকে বড় রাখতে একই পথ অবলম্বন করে। ‘নামাজ পড়ি না তো কি হয়েছে!! একজন মুসলিম হিসেবে আমি গর্বিত। কেউ নিজেকে মুসলিম দাবি করলেই সে মুসলিম হয়ে যায় না, জান্নাত লাভ তো অনেক দূরে থাকলো।
আল্লাহ্ তায়ালা নিজে ঘোষণা করেছেন মুসলিমরা শ্রেষ্ঠ জাতি।
[সূরা আল ইমরানঃ ১১০]
যেদিন স্পেন হাতছাড়া হল সেদিন কি মুসলিমরা গর্বিত ছিলো? গর্বিত ছিলো কি সেদিন, যেদিন অভিশপ্ত ইহুদীরা মসজিদুল আকসা দখল করল? যখন সোমালিয়া, মালিতে গণহত্যা হল? মধ্য আফ্রিকায় মানুষ পুড়িয়ে মাংস ছেড়া হল, কিংবা যখন বসনিয়ায় মুসলিমদের গলা কেটে রাস্তা ভেজানো হল। তখন মুসলিমদের শির উঁচু ছিলো কিনা বোঝা যায়নি। যে পর্দানশীন বোনদের চুলটুকুও গায়েরে মাহরামরা কোনদিন দেখতে পায় না, তাদের ধরে ধরে আবু গারাইবে যখন ধর্ষণ করা হল, সেসময় মুসলমানের গর্ব কোথায় ছিলো? আরাকানে যখন ভিক্ষুরা মুসলিমের লাশের পাহাড় বানালো, তখনও মুসলমানের গর্বে কোন দাগ পড়ে নি। নব্য ফেরাউন বাশার যখন কেমিক্যাল অস্ত্র দিয়ে একসাথে দুশো বাচ্চা মারল, তখনও মুসলিম গর্বিত ছিলো। মুসলমানের গর্ব চুরমার হলো যখন তালেবানরা বৌদ্ধ মূর্তি ভাঙ্গল তখন। সে নিন্দের ঝড় বয়ে গেলো। তীব্র সমালোচনা চললো ধর্মের নামে মূর্তি ভাঙ্গা হয়েছে বলে। আপনার প্রশ্ন ছিলো-ধর্মান্তরিত মুসলিম হয়ে আপনি কেন গর্ববোধ করেন?
আল্লাহ্ তায়ালা বলেছেন, ফিতনা সৃষ্টি হত্যা অপেক্ষা জঘন্যতর। [সূরা বাক্বারাঃ ২১৭]
আজ বিশ্বজুড়ে দেড়শোকোটি তেলাপোকার পাল মুসলিম পরিচয়ে পরিচিত। এই তেলাপোকারা নিজেদের অস্তিত্ব নিয়ে গর্বিত।
মিউজিক সেলিব্রিটি মাইকেল জ্যাকসন মুসলিম হয়েছে শুনলে ‘মুসলিম’ গর্ববোধ করে। জিদানের মত বড় ফুটবলার ‘মুসলিম’ শুনলে তাদের ইমেজ চকচক করে। তারা আমাদের ভাই-বোনদের কান্না শুনতে পায় না। পঙ্গপালের মত ধেয়ে আসা শত্রুবাহিনী দেখে নিশ্চিন্ত থাকে। এরা তেলাপোকা খাবে না, বলে-‘আমি তো আর জঙ্গিবাদী নই।’
শেষ বিচারের দিন সব মুনাফিকির হিসাব চোকাতে হবে। নিশ্চিতভাবে হবেই হবে।
No comments:
Post a Comment