Sunday, February 7, 2021

1. বিনাকারণে কেও ভুল বুঝলে মাথা গরম হয়ে যায় আমার। 😌😶

2. অন্য কারোর সাথে আমাকে তুলনা করলে , আমি সহ্য করতে পারি না।

3.সেইসব মানুষদের দেখেতেই মন চায় না যারা নিজে খারাপ ব্যবহার করে অপরজনের কাছ থেকে ভালো ব্যাবহার আশা করে।

4. যখন কেউ এখন একটা কথা বললো কিন্তু পরে গিয়ে সেটা স্বীকার করে না যে সেটা বলেছে বা মিথ্যে বলেছে ।( বলছি না আমি মিথ্যা বলি না কিন্তু আমি পরে স্বীকার করি যে হ্যাঁ এই কারণে বলেছিলাম )

5. যখন কেউ আমার সামনে আমার সম্পর্কে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে তখন অনেক রাগ হয়।সে আমার ভালো কিছু বললেও রাগ হয়।

6. একটা সময় আসবে বলে দেরি করে আসলে ।🙂

7.খুব কাছের মানুষ দেরিতে মেসেজ এর রিপ্লাই দিলে খুব রেগে যায় ।🙂

8. সবার সামনে ভালো হওয়ার জন্য নেকামো করলে বা ঢং দেখাল খুব রাগ হয় ,অতিরিক্ত attitude দেখালে রেগে যায় ।

9. খুব খিদে পেয়ে গেলে রেগে যায় ।😅

10. রেজাল্ট দিয়ে কোনো স্টুডেন্ট কে যাচাই করলে মাথা গরম হয়ে যায় ।😌

11. পাড়ার লোক মেয়ে দের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া নিয়ে কথা বলতে শুনলে রাগ হয় 😶

12. ফোনে চার্জ শেষ হওযার পর যদি দেখি কারেন্ট নেই 😶

13. কোন কথার অর্ধেক বলে বাকি অর্ধেক না বললে চরম রাগ হয়ে যায়।

14. ধর্মীয় ভেদাভেদ জিনিস টা ঠিক পছন্দ হয় না।

15. অসহায় মানুষ দের সাথে কাওকে খারাপ ব্যবহার করতে দেখলে খুব রেগে যায় ।

ধন্যবাদ ।😊🙂

No comments:

Post a Comment