Monday, February 1, 2021

কাদের আমল আল্লাহ কবুল করেনা?

আল্লাহ সুবহানাহু আয়ালা পবিত্র কুরআনে বলেন,

“(হে রাসূল)! আপনি বলুন, আমি কি তোমাদেরকে সে সব লোকের সংবাদ দিব না, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? ওরা তারাই পার্থিব জীবনে যাদের আমলবিনষ্ট হয়েছে,যদিও তারা মনে করে যে, তারা সৎ কাজইকরছে।” [সূরা কাহাফঃ১০৩-১০৪]

যাদের আমল কবুল হবে না —

১। কাফির ও মুরতাদের আমল।[নূরঃ৩৯,মায়িদাঃ৫, ইমরানঃ ২১, মুহাম্মাদঃ৮,বাকারাঃ২১৭, সহীহ মুসলিম]

২। যে শিরক করে তার সকল আমল। [আন’আমঃ৮৮,যুমারঃ৬৫]

৩। মুনাফিকের ইবাদাত। [আহযাবঃ১৯,তাওবাহঃ৫৩, মায়িদাহঃ৫২, মুহাম্মাদঃ২৮]

৪। বিদ’আতীর সকল আমল। [কাহাফঃ১০৪,মুহাম্মাদঃ৩৩, বুখারী, মুসলিম, তারগীব, আততারহীব; সহীহ ]

৫। যে বিদ’আতীকে আশ্রয় দেয়। [বুখারী ও মুসলিম]

৬। লোক দেখানোর উদ্দেশ্যে কৃত ইবাদাত। [সূরা হুদঃ১৫, মুসলিম, আবু-দাউদ, নাসাঈ, আহমাদ,বাইহাকি]

৭। তাকওয়া বিহীন উৎসর্গ [সূরা হাজ্জঃ ৩৭,মায়িদাঃ ২৭]

৮। গণক ও জ্যোতিষীর কাছে গমনকারী[সহীহ বুখারী, মুসলিম, আবূ-দাউদ সহীহ,তিরমিযী, নাসাঈ]

৯। মদ্যপায়ী [তিরমিযী হাসান, হাকিম,নাসাঈ]

১০। অপবিত্রাবস্থায় আদায়কৃত সালাত [সহীহ বুখারী, মুসলিম]

১১। ওড়না পরিধান ছাড়া প্রাপ্ত বয়স্কার সালাত [তিরমিযী, আবূ-দাউদ, ইবনু মাজাহ,হাকিম, আহমাদ]

১২। হারাম পন্থায় উপার্জিত সম্পদের ব্যয়

[মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ; সহীহ]

১৩। হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদাত [সহীহ বুখারী, মুসলিম, আহমাদ,বাইহাকী]

১৪। যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে [সহীহ মুসলিম, মুয়াত্তা মালিক,আহমাদ, তিরমিযী]

১৫। জাহিলিয়্যাতের দিকে আহ্বানকারী [সূরা আল-মায়িদাঃ৫০, আল-ইমরানঃ ১৪৯, আহমাদ,হাকিম]

১৬। যে বিচারক আল্লাহর আইন মত ফয়সালা করে না [তিরমিযী, হাকিম; সহীহ]

১৭। মাতা-পিতার অবাধ্য সন্তান (শরিয়াত সম্মত নির্দেশে) [তাবারানী, তাওবাহঃ২৩]

১৮। দান করে বা উপকার করে যে খোটা দেয়

[সূরা বাকারাঃ ২৬৪, তাবারানী]

১৯। তাকদীর অস্বীকারকারী [ইবনু অনাবী আসিম- সুন্নাহ, তাবারানী, ইবনু আসাফির;হাসান]

২০। বেনামাযীর সৎকর্ম [তাবারানী, আহমাদ,বাইহাকী, দারেমী]

২১। জাফরান রং লাগানো বা এই রং-এর পোষাক পরিহিত পুরুষের সালাত [মুসলিম, মিশকাত]

২২। যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে বা মাসজিদে যায় [সহীহ মুসলিম, আবু দাউদ]

২৩। যে জাতি নিজ হাতে অর্জন করা আযাবে পতিত হয় [মুসনাদে আহমাদ, ইবনু মাজাহ,তিরমিযী; সহীহ]

২৪। যে ব্যক্তি তার অভাবগ্রস্ত আত্মীয়ের

পরিবর্তে অন্যকে দান করে সে দান [তাবারানী,মিশকাত]

২৫। মাসজিদ ব্যতীত মাসজিদের প্রতিবেশীর

সালাত [হাকিম, বাইহাকী, আবূ দাউদ, ইবনু মাজাহ]

২৬। যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করেও সন্তুষ্ট [আবু দাউদ; সহীহ]

২৭। মৃত্যু উপস্থিত হলে ঈমান ও তওবাহ কবুল হবে না [আন-নিসাঃ১৮, ইউনুসঃ৯০]

২৮। সূর্য পশ্চিম দিকে উদিত হলে ঈমান ও তওবাহ কবুল হবে না [সহীহ বুখারী, মুসলিম,নাসাঈ]

(সকল বিষয় সর্বাধিক জ্ঞাত একমাত্র আল্লাহ তায়ালা)

[সংক্ষেপিত]

গ্রন্থ নির্দেশিকাঃ

“যাদের ইবাদাত কবুল হয় না”

আহসানুল্লাহ বিন সানাউল্লাহ

No comments:

Post a Comment