Sunday, February 21, 2021

জীবনের কিছু সেরা টিপসগুলো কী কী?

১. কারও সাথে কথা বলছেন? বেশি বেশি তার নাম ডেকে কথা বলুন।

২. আজকে এমন কিছু একটা করুন যেটাকে আপনি এতোদিন ভয় পেতেন

৩. রান্না শিখে ফেলুন।

৪. কফি চিনি দিয়ে নয়, ডিরেক্ট ব্ল্যাক কফি খান

৫. ছোট বেলাতেই একটি বড় সফলতা অর্জন করে ফেলুন। আত্নবিশ্বাসের ঘাটতিতে ভুগবেন না কোন দিন।

৬. পাশাপাশি বসে যে গল্প হয় সেটি সেরা হয়। মুখোমুখি বসে করা গল্প নয়।

৭. পরীক্ষায় পাশের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়ুন

৮. লাইব্রেরির সাথে সংযুক্ত থাকুন

৯. আপনাকে যারা সম্মান করে আবার চ্যলেঞ্জের মুখোমুখিও করে তাদের সহচরে থাকুন

১০. সমাধান আছেই। খুজে বের করুন

No comments:

Post a Comment