সুখী দাম্পত্য জীবনের পরামর্শ কী কী?
১/ বাসর রাতেই I Love YOU বলে দিয়েন।
২/ প্রতিদিন ভালোবাসা বিনিময় করুন। অভিমান করলে চিরকুটে লিখে দিন," আমি তোমাকে ভালোবাসি "।
৩/ সঙ্গী খুশি হয় এমন কাজ করুন। যদি সে চা পছন্দ করে না চাইতে এককাপ এনে দিন।আর স্ত্রীর জন্য অফিস বা বাহির থেকে আসার সময় ফুল,চকলেট, তার পছন্দের খাবার নিয়ে আসুন।
৪/ একজন রেগে গেলে আরেক জন চুপ থাকবেন, দুজন একসাথে রেগে যাবেন না।আর কারো কথা শুনে সাথে সাথে অ্যাকশনে যাবেন না, যাচাই করবেন কিংবা জিজ্ঞেস করবেন।
৫/ বিশ্বাস। পরষ্পরকে বিশ্বাস।
৬/ দুজনেই চাইতে হবে যাতে তার সঙ্গী সুখ বা আনন্দ পাক।
৭/ হাতে তুলে খাটইয়ে দিবেন, এতে ভালোবাসা বাড়ে।
৮/ সঙ্গীর ঠোঁটের চাইতে কপালে চুমু বেশি খাবেন।
৯/ মধ্য রাতে তাকে নিয়ে হাঁটতে বের হবেন। মনোবিজ্ঞান বলে এতে ভালোবাসা বৃদ্ধি পায়।
১০/ তাকে মজা দিবেন।
No comments:
Post a Comment