আলহামদুলিল্লাহ ওয়াসসলাতু ওয়াসসালামু আ’লা-রসুলিল্লাহ ওয়া বা’দ।
ভাই সুন্দর ও যুগপোযোগি প্রশ্ন করেছেন, মহান আল্লাহ তায়ালা এই ধরনীকে সাজিয়েছেন একজন নর ও একজন নারী
আল্লাহ তায়ালা বলেন-
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিণী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পার——
আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।
(সুরা রুম-২১)
প্রথমেই নিয়ত করবেন , আমি একজন দ্বীনদার ও পরহেজগার নারীকে বিয়ে করবো, যদিও তার ধন-সম্পদ, বংশ, সৌন্দর্য্য কম হয়, রাসুল (সাঃ) বলেন, তুমি দ্বীনদারীকে প্রাধান্য দাও, তবে তুমি জিতবে। অতএব বাবা-মায়েরা মহান আল্লাহ ও তদিয় রাসুল (সাঃ) এর বিধি বিধান বাস্তবায়ন করলে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করলে, সন্তান-সন্ততি নেককার হবে। তাই প্রত্যেক বাবা-মার উচিত বিয়ের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। এবং নেক সঙ্গিনী খোজ করবে।
No comments:
Post a Comment