Saturday, March 27, 2021

আল্লাহ কি মুসলিমদের বেশি পছন্দ করেন না, খ্রিস্টানদের বেশি পছন্দ করেন?

আল্লাহর কাছে মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই। আল্লাহ তাদেরকে পছন্দ করেন, যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। এই আদেশ নিষেধ কি? সেসব কোথা থেকে জানা যায়?

আল্লাহ মানুষের মধ্য থেকে রাসুল (বার্তা বাহক) মনোনীত করেন। সেই রাসুলের কাছে বাণী পাঠান, সেটা সম্পূর্ণ একটি বই হয়ে যায়। মুসা (আ) পেয়েছিলেন তাওরাত, যেটা ছিল ইহুদি ধর্মগ্রন্থ। তখন তাওরাতের আদেশ-নিষেধ যারা মেনেছে, আল্লাহ তাদের পছন্দ করেন। এর পরে, ইসা(আ) পেলেন ইঞ্জিল (বাইবেল)। এই সময়, মুসা (আ) এর বই তাওরাত বাতিল হয়ে গেল। তখন ইঞ্জিলের আদেশ-নিষেধ যারা মেনেছে, আল্লাহ তাদের পছন্দ করেন।

অবশেষে মুহাম্মদ (সা) কোরআন পেলেন। এই সময়, ইসা (আ) এর ইঞ্জিল বাতিল হয়ে গেল। এখন কোরআনের আদেশ-নিষেধ যারা মানেছে, আল্লাহ তাদের পছন্দ করেন।

No comments:

Post a Comment