Monday, May 25, 2020

মনুষ্য আচরণ সম্পর্কে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক সত্য কোনগুলো


 মনুষ্য আচরণ সম্পর্কে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক সত্য কোনগুলো?

১) মাত্রারিক্ত ঘুম মানুষকে ভিতর থেকে বিষন্ন ও বিপর্যস্ত করে দেয়।

২) যদি কোন মানুষ হঠাৎ করে বেশী খাওয়া শুরু করে,তবে সেটাই পরবর্তীতে তার মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়।

৩) তুচ্ছ কারণে যারা হেসে লুটিয়ে পড়ে, তারা ভিতর ভিতরে নিঃসঙ্গ থাকে।

৪) আমাদের প্রিয় গানটি নিজ জীবনেরই কোন আবেগময় ঘটনার সাথে একসূত্রে গাঁথা।

৫) ১৮-৩৩ বছর বয়সেই মানুষ সব থেকে বেশী চাপ অনুভব করে।

৬) গানই হতে পারে মানসিক চাপ ও হতাশা দূরিকরণের চাবিকাঠি।

৭) আনন্দাশ্রুর প্রথম ফোঁটা বাম চোখ দিয়ে বেরিয়ে আসে,অন্যদিকে বেদনার অশ্রুজল ডান চোখ দিয়ে গড়িয়ে পড়ে।

৮) মিথ্যাবাদী লোকেরা অন্যের মিথ্যা ধরে ফেলতে পারে দ্রুত।

০৯) কখন কখন আমরা অন্যের পোষাকের চাইতে অন্য ধরণের পোষাকের প্রতি আস্থাশীল হয়ে পড়ি।

১০) একতরফা প্রেমও কখনও কখনও পাগলামি।

১১) বাইরের লোকের চেয়ে নিজের জন্য অর্থ ব্যয়ের মধ্যে কিছুটা স্বস্তি থাকতে পারে।

১২) প্রত্যেক মানুষই দিনের ৩০% সময় ব্যয় করে অলিক কল্পনায়।

১৩। ঘুমানোর আগে মনের পর্দায় ভেসে উঠা সর্বশেষ ব্যক্তিই হলেন আপনার সকল সুখ দুঃখের কারণ।

১৪. সাধারণত কমডিয়ান ও মজাদার লোকেরা অন্যদের থেকেও বেশি হতাশাগ্রস্থ।

”মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা


No comments:

Post a Comment