২. সকাল হতেই ওই দিনের পত্রিকা পড়ে ফেলুন, ৪-৫ টা অনলাইন থেকেই পড়তে পারেন। কোনটা পড়বেন, আর কোনটা পড়বেন না, সেটা দেখলেই বুঝবেন।
৩. প্রতিদিন কিছু না কিছু অংক বা ধাঁধা সমাধান করুন।
৪. প্রতিদিন নতুন কারো সাথে পরিচিত হোন।
৫. শরীরচর্চা করুন।
৬. এমন মানুষের সাথে পরিচয় রাখুন যারা আপনাকে নতুন কিছু নিয়ে ভাবতে শেখাবে।
৭. নতুন একটি চলমান ভাষা শিখুন।
৮. টু-ডু লিস্ট আগের দিন রাতেই করে রাখুন।
৯. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কমিয়ে ৩০ মিনিটে নিয়ে আসুন।
১০. যাই প্রতিদিন শিখুন না কেন, তা অন্যকে শিখান, আলোচনা করুন, বিতর্ক করুন।
Arif
No comments:
Post a Comment