Thursday, May 7, 2020

ভাড়াটিয়াদের উপর চাপ বাড়াচ্ছে ভাড়ার জন্য Insaf trust news24.com



করোনা ভাইরাসের সংক্রমণ ও বিসত্মার ঠেকাতে সারাদেশে চলছে লকডাউন। এই লকডাউনের কবলে পড়ে ঘর বন্দি মানুষ। করোনার কারণে ঘর বন্দি হয়ে পড়েছে নগরবাসী। এতে করে মানসিক চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর।

করোনার কারণে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষরা। বিশেষ করে ভাড়া বাসায় থাকা মানুষদের চাপ বাড়ছে। অনেক বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য ভাড়াটিয়াদের গালমন্দ করছেন।

করোনার কারণে ঘর বন্দি মানুষের মধ্যে অনেকেই কর্মহীন হয়েছে পড়েছে। আবার অনেক কর্ম থাকলেও বেতন পাচ্ছেন না। তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিজেরা চলতে না পেরে বাসা ভাড়া নিয়ে চরম দুর্ভোগে পড়েছে নগরীর বেশির ভাগ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ।

ভাড়া বকেয়া থাকায় অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের জিম্মি করে রেখেছে। অসহায় হয়ে পড়ে অনেক ভাড়াটিয়া তাদের শেষ সম্বলটুকু দিয়ে দিন পার করছেন বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলছেন, এই করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি নগরবাসীর বেশি ভাগই থাকেন ভাড়া বাসায়। কর্মহীন থাকায় বাসা ভাড়া নিয়ে চিন্তায় পড়েছেন তারা। বাসা ভাড়ায় থাকা (ভাড়াটিয়া) বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশে দাড়াঁনোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন চট্টগ্রাম নিউজকে বলেন, করোনা ভাইরাসের প্রভাবের কারণে এখন ঘরবন্দি নগরবাসী। এরমধ্যে যারা ভাড়া বাসায় থাকেন তাদের ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকরা যেন মানবিক দিকগুলো চিন্তা করে। তারপরও কোন বাড়ির মালিক যদি ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দিতে চাই, বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে করোনার মধ্যে বাসা ভাড়া নিয়ে চরম দুর্ভোগে আছে উত্তর চট্টগ্রামের ভাড়াটিয়ারা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাসা ভাড়ায় থাকে। করোনার কারণে অফিস-আদালত বন্ধ থাকায় অনেকই কর্মহীন হয়ে পড়েছে। ঘরবন্দির কারণে বাসা ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন তারা।

যারা ভাড়া বাসায় থাকেন তাদের ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিকরা যেন বিনয়য়ের সাথে নেয়। পাশাপাশি করোনার সময় কর্মহীন হয়ে পড়ার বিষয়টিও যেন বাড়ির মালিকরা চিনত্মা করে।

Arif

No comments:

Post a Comment