Monday, May 11, 2020

এমন কিছু মনস্তাত্ত্বিক ঘটনা কী যা মানুষ জানে না? insaf trust24.com



১) কাউকে কলম ধার দিলে ঢাকনা ছাড়াই দিবেন কেননা ঢাকনা বিহীন কলম পকেটে রাখার সম্ভাবনা খুবই কম।

২) স্বীয় নামে সম্বোধন করেই সহজে মানুষের আস্থা অর্জন করা সম্ভব।

৩) ফেসবুক প্রোফাইল দেখেই আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে যাচাই করা সম্ভব।

৪) আমাদের মস্তিষ্ক ভাল স্মৃতির চেয়ে খারাপ স্মৃতিকেই বেশী মনে রাখে ।

৫) আপনি যখন সমস্যার দিকে মনোনিবেশ করবেন তখন সমস্যা আরও বাড়বে, অপরদিকে যখন সম্ভাবনার দিকে মনোনিবেশ করবেন তখন নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

৬) বয়স যত বাড়বে আপনার উপর লোকের আস্থাও তত কমবে।

৭) কারো সাথে সাক্ষাতের ৫ সেকেন্ডের মধ্যেই তার তাকানো,অভিব্যাক্তি আর কথা বলার ধরণ দেখেই ঐ ব্যক্তি সম্পর্কে একটি বদ্ধমূল ধারণা জন্মে।

৮) কেনাকাটা আপনার আত্মসম্মানকে যেমন দৃঢ় করে,তেমনি কোন কিছু পছন্দের ক্ষেত্রেও মনকে উদার করে ।

৯) মাত্রারিক্ত চিন্তাভাবনাই বিষন্নতার মূল কারণ। মন এমন কিছু সমস্যার তৈরি করে যেগুলির কোন অস্তিত্বই নেই।

১০) কাজে মনোনিবেশ করার একটি ভাল উপায় হলো নিজের সাথে নিজের কথা বলা ।

১১) যে সমস্ত লোকেরা নিয়মিতভাবে অন্যদের সহায়তা করেন,বয়স বাড়ার সাথে তাদের জীবন হয়ে উঠে শান্তিপূর্ণ ও কম বিষাদগ্রস্থ।

১২) যারা দ্রুত গতিতে হাঁটেন তাদেরকে সাধারণত ধীর গতিতে চলা লোকদের চেয়েও বেশি আত্মপ্রত্যয়ী ও সুখী দেখায়।

১৩) একজন মহিলা শুধুমাত্র তার সঙ্গেই তর্কে জড়াবেন যাকে তিনি পছন্দ করেন,অন্যথায় তর্কের কোন প্রশ্নই উঠেনা।

১৪। পূর্বের কৃত ভুলের জন্য কষ্ট না পেয়ে পরবর্তীতে করণীয় বিষয়ে মনোনিবেশ করাই দুঃচিন্তা মুক্ত থাকার সর্বত্তোম পন্থা।

১৫। উচ্চ বাজনার গান শোনার অনেক পরেও মস্তিষ্কের তরঙ্গগুলিকে উদ্দীপ্ত করে ।

১৬। আপন ভাইয়েরা সাধারণত একে অপরের প্রতি ভাল আচরণ করে।

১৭। ধুমায়িত কফির স্বাদ মানসিক অবসাদ কমাতে সাহায়তা করে।

১৮। কুকুরের মালিক,বিড়াল কিংবা কোন পোষা প্রাণী নেই এমন লোকদের চেয়ে বেশী হাসি-খুশি থাকে।

১৯) যাদের মধ্যে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হয়,তারা একে অপরের প্রতি বেশী যত্নশীল।

২০। যারা ভাল লোক হওয়ার পরও সুবিধা নিতে চান তারা প্রকৃত ভাল লোক নন ।

২১) যে সমস্ত লোকেরা সহজে বিব্রত হন তাদের বন্ধুর প্রতি অনুগত হওয়ার সম্ভবনা বেশী থাকে।

২২। স্বাক্ষরের আকৃতি তোমার আত্মবিশ্বাসের সাথে যুক্ত অর্থাৎ স্বাক্ষর যত বড় হবে তোমার আত্মবিশ্বাস তত বেশী হবে!

২৩) বিষন্নতাই বেশী ঘুমের কারণ।

২৪। আজ যারা তোমাকে বিদ্রূপ করছে কাল তোমাকে তাদের প্রয়োজন হবে।

২৫। তোমাকে যে সব থেকে বেশী সুখী করতে পারে তার নিকট থেকেই তুমি সবচেয়ে বেশী কষ্ট পেতে পার।

২৬। পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া ক্ষুদে বার্তাটি আপনার শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২৭। দিবাস্বপ্নকারীরা জটিল সমস্যা সমাধানে পারদর্শী।

২৮। নিঃসঙ্গতা শরীর ও মন উভয়ের জন্যই ক্ষতিকর।

২৯। একই চিন্তা-ধারার লোকদের সাথেই আমরা সাধারণত মিশে থাকি।

৩০। নিজের লক্ষ্যে স্থির থাকলে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বেশী থাকে।

ধন্যবাদ সকলকে……

Arif hossain

No comments:

Post a Comment