Sunday, May 10, 2020

জীবনের এই কঠিন সময় কিভাবে নিজেকে শক্ত রাখবেন। insaf trust.com


এই পৃথিবীতে যা ঘটে সেগুলো কোনো কারণে ঘটে। আমাদের সুখ দুঃখের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে।

কঠিন সময়ে সেই কারণগুলো নিয়ে যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে দুঃখ বা চিন্তা কমানোর একটু সুযোগ আসে। তখন হৃদয়ের চেয়ে মস্তিষ্ককে বেশী গুরুত্ব দেওয়া উচিত। একমাত্র লজিকই একজন মানুষকে কঠিন সময়ে শক্ত হতে সাহায্য করে।

" পৃথিবীতে আমিই একজন না যে এমন কঠিন সময় দিয়ে যাচ্ছি "…এই কথাটা বারেবারে উচ্চারণ করলে মনে শক্তি আসে।

" আমার চেয়ে কষ্টে, আমার চেয়ে দুঃখে আরো কোটি কোটি মানুষ আছে " ..ভাবলেও মনে বল পাওয়া যায়।

" আমার দুঃখ, আমার দুশ্চিন্তা ,আমার উদ্বেগ কি এমন বেশী যে এটাকে মোকাবিলা করতে পারব না ? " ..এমন ভাবলে আত্মবিশ্বাস ফিরে আসে.. কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা পথ পাওয়া যায়।

রাতের পর দিন আসে, অন্ধকারের শেষ আলো ফোটে আর দিন কাহারও সমান নাহি যায়… এই কথাগুলো বিশ্বাস করুন…কঠিন সময়টা মন শক্ত করে পার হতে আপনাকে বেশী হ্যাপা পোহাতে হবে না ।

Md Arif hossain.

No comments:

Post a Comment