Saturday, May 9, 2020

আপনার মতে সফলতা কি দেখুন।


১ বছর বয়সে সফলতা হচ্ছে,

কোনে সার্পোট ছাড়া নিজে নিজে হাঁটতে পারা।

৪ বছর বয়সে সফলতা হচ্ছে,

প্যান্টে প্রস্রাব না করা।

৮ বছর বয়সে সফলতা হচ্ছে,

বাড়ি ফেরার পথ চিনতে পারা।

১২ বছর বয়সে সফলতা হচ্ছে,

আপনার বন্ধু থাকা।

১৮ বছর বয়সে সফলতা হচ্ছে,

ড্রাইভিং লইসেন্স পাওয়া।

২৩ বছর বয়সে সফলতা হচ্ছে,

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা।

২৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

একটা আয়ের পথ বানানো।

৩০ বছর বয়সে সফলতা হচ্ছে,

পরিবার গঠন করা।

৩৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

টাকা কামানো।

৪৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

যৌবনের চেহারা ধরে রাখা।

৫০ বছর বয়সে সফলতা হচ্ছে,

ছেলেমেয়ের ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারা।

৫৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

আপনার কাজগুলো এখনো করতে সক্ষম হওয়া।

৬০ বছর বয়সে সফলতা হচ্ছে,

এখনো ড্রাইভিং লাইসেন্স রাখার সামার্থ থাকা।

৬৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

সুস্থভাবে বেঁচে থাকা।

৭০ বছর বয়সে সফলতা হচ্ছে,

কারো উপর বোঝা না হওয়া।

৭৫ বছর বয়সে সফলতা হচ্ছে,

আপনার পুরনো বন্ধু থাকা।

৮১ বছর বয়সে সফলতা হচ্ছে,

আপনার বাড়ি ফেরার পথ চেনা।

৮৬ বছর বয়সে সফলতা হচ্ছে,

প্যান্টে প্রস্রাব না করা।

৯০ বছর বয়সে সফলতা হচ্ছে,

পুনরায় কারো সাপোর্ট ছাড়া হাঁটতে পারা।

(লেখাটি একটি ইউটিউব ভিডিও থেকে সংগৃহীত)

আসলে জীবন হচ্ছে একটি সাইকেল। সফলতা জীবনের এক এক সময় এক এক রকম হয়।

আমার মতে সফলতা—

আমাদের জীবনে সব সময় পরীক্ষা দিতে হয়। ঐসব পরীক্ষায় পাশ করার নামই সফলতা। ধরেন একজন ক্যানসার আক্রান্ত রোগীর জন্য সফলতা হচ্ছে তার ক্যানসারকে জয় করা।

আমি সফলতাকে আপনার ক্যারিয়ার অথবা আপনাকে কত মানুষ চেনে, আপনি কতটা জনপ্রিয় তা দিয়ে পরিমাপ করতে নারাজ।

আপনি সুখী, তার মানে আপনি সফল।

Arif

No comments:

Post a Comment