এক মাসের বাসা ভাড়া দিতে না পারায় বরগুনায় ভাড়াটিয়ার ঘরের চাল নিয়ে গেছে এক বাড়িওয়ালা। যদিও ঘর মালিকের দাবি, ঘর ভাড়ার ১৫০০ টাকা দিতে না পারায় ভাড়াটিয়া নিজেই স্বেচ্ছায় ভাড়ার বিনিময়ে চাল দিয়েছেন। তবে ভাড়াটিয়ার অভিযোগ, লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় চাপ প্রয়োগ করে ঘর থেকে চাল নিয়ে গেছেন ঘর মালিক।
মঙ্গলবার (৫ মে) দুপুরের বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়াটিয়ার চাল নেওয়ার ঘটনায় অভিযুক্ত ঘর মালিকের নাম সরোয়ার মোল্লা। তিনি গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দা। আর এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়ার নাম মো. ফারুক। তিনি বরগুনা বাসমালিক সমিতির একজন বাসচালক। বাসচালক মো. ফারুক জানান, চলমান লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় তিনি কর্মহীন হয়ে পড়েন। এ জন্য ১৫০০ টাকা করে মার্চ ও এপ্রিল মাসের মোট তিন হাজার টাকা ভাড়া বাকি পড়ে। যদিও বাড়িওয়ালার কাছে তার অগ্রিম বাবদ একমাসের ১৫ শ টাকা দেওয়া আছে। মঙ্গলবার দুপুরে বাকি এক মাসের টাকার জন্য বাড়িওয়ালা তার বাসায় গেলে তিনি তার অসগায়াত্বের কথা বাড়িওয়ালাকে জানান। এ সময় তিনি বাড়িওয়ালাকে জানান, তার ঘরে শুধু এক মণ চাল ছাড়া আর কিছুই নেই। এ সময় বাড়িওয়ালা সরোয়ার মোল্লা সেই একমণ চালই দেওয়ার কথা বলেন তাকে। একপর্যায়ে তিনি তার ঘর থেকে ওই একমন চাল নিয়ে যান।
blogger. md arif hossain.
No comments:
Post a Comment