Tuesday, May 19, 2020

যে ১০ টা জিনিস আপনার কখনো করা উচিত নয় insaf trust24.com


সাকিব রায়হান (Sakib Rayhan)
  • নিজেকে মহাজ্ঞানী ভেবে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কখনও উচিত নয় । হতে পারে তার মাঝে এমন কোনো প্রতিভা আছে যা তোমার প্রতিভাকে ছড়িয়ে যেতে পারে !
  • প্রচ্ছদ দেখে কোন কিছুর মূল্যায়ন করা উচিত নয় ! ঝুড়িভর্তি ফল বা সবজির উপরের গুলো ভালো বলে ভিতরে যে খারাপ হবে না তার নিশ্চয়তা নেই ।
  • কখনো অন্যের দুর্বলতা কিংবা সমস্যা নিয়ে ঠাট্টা মশকরা করা উচিত নয় । কাউকে ঠাট্টা করার আগে তার জায়গায় আগে নিজেকে বসাবেন ।
  • অন্যকে বিচার করতে যাবেন না, অন্যকে বিচার করার আগে নিজের বিচার করতে শিখুন ।
  • বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে অর্থ ও খাবারের অপচয় করবেন না, চোখ খুলে দেখুন অনেকেই দিনের পর দিন না খেয়ে আছে !
  • বর্ণপ্রথা, জাত-পাত, পঙ্গুত্ব ইত্যাদি নিয়ে বিদ্বেষ কিংবা বৈষম্য সৃষ্টি করবেন না, ভেবে দেখুন আপনি যদি পঙ্গু হতেন বা কৃষ্ণাঙ্গ হতেন তাহলে অন্যদের দেয়া বৈষম্যগুলো কিভাবে সহ্য করেন !
  • অন্যায় কে প্রশ্রয় দিবেন না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনে সমান অপরাধী ।
  • নারী কে ভোগ্যপণ্য মনে করবেন না । নারীকে নিয়ে আপত্তিকর বিজ্ঞাপন, সিনেমাগুলো এড়িয়ে চলুন, বিরোধীতা করুন । নারীকে ব্যবহার করে আপত্তিকর বিজ্ঞাপন, সিনেমা তৈরি নারী অধিকার নয় বরং নারীর সম্মানহানী । নারী আপনার মা, নারী আপনার বোন, নারী আপনার স্ত্রী, নারী আপনার মেয়ে । তাদের সম্মান রক্ষা করে চলুন ।
  • অন্ধ প্রতিযোগিতা করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিযোগিতা করুন । অন্ধ প্রতিযোগিতা আপনার মাঝে হতাশা বীজ বপন করে ! আর হতাশা থেকে যত বিশৃংখলার সৃষ্টি ।
  • "পাছে লোকে কিছু বলে" । আপনার কোন ভাল কাজে বা উদ্দেশ্যে পাছে লোকের কথা কানে তুলবেন না ।

ধন্যবাদ ।

No comments:

Post a Comment