স্বার্থপর হওয়া একটি খারাপ জিনিস এটা অবশ্যই একটা ভুল ধারনা!স্বার্থপরতা একটি সুখী এবং সফল জীবনের গোপন বিষয়। অন্যকে সন্তুষ্ট করা এবং ক্রমাগত "হ্যাঁ" বলার পরিবর্তে আসুন আমরা নিজের জন্য বাঁচার চেষ্টা করি।নিজের জন্য কিছু কিছু বিষয়ে স্বার্থপরতা অবলম্বন করি।আর জীবনে এই সব বিষয়ে বা ক্ষেত্রে স্বার্থপর হওয়া আমার মতে দোষের কিছু নয়।
- প্রথমত নিজের সত্যিকারের ভালবাসার জন্য বা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য স্বার্থপর হওয়া দোষের কিছু নয়।
- নিজের সন্তান এর ভালো এবং সুন্দর ভবিষ্যৎ এর জন্য আমার মতে স্বার্থপর হওয়া টা অনেক জরুরি।কারণ আপনার সন্তানের জন্য মানুষের উপর থেকে ভালোবাসার কোন কমতি থাকবে না,কিন্তু যখন তার ভবিষ্যতের জন্য আপনার কারো সাহায্যের প্র্যয়োজন হবে তখন আপনি ছাড়া আর কেউ আপনার সন্তান এর কথা ভাববে না।
- নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও স্বার্থপর হওয়া জরুরি।কারণ আপনার সফলতাই দেখবে সবাই,কিন্তু এই সফলতার পিছনে কত কষ্ট আর ক্লান্তি আপনি দিয়েছেন তা কেউ দেখবে না।উল্টো আপনি যদি ভবিষ্যতে ভালো কিছু না করতে পারেন আপনার নিজের লোকেরাও আপনাকে নিয়ে পিছনে বাজে কথা বলতে ছাড়বে না।
- আর যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকে আপনাকে সাপোর্ট করে,সব সময় চেষ্টা করবেন তাদের নিজের জীবনে আগলে রাখতে।আর এই ক্ষেত্রেও স্বার্থপর হওয়া লাগলে হবেন।
- নিজের ভালোর জন্য বা উন্নতির ক্ষেত্রে কিন্তু অন্যোর ক্ষতি করে নয়।
- কোন ভালো বা গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যায় করার সময়, কেউ ডাক দিলে যে তখনি দৌড় দিয়ে যেতে হবে এমনটি নয়।
- পরিক্ষার হলে একটু হলেও স্বার্থপর হতে হয় কারন আপনি সারা বছর কষ্ট করে পড়া লেখা করবেন সবার থেকে ভালো রেজাল্ট করার জন্য আর অন্যজন আরামে আপনারটা দেখে দেখে ভাল রেজাল্ট করবে তা কি করে দেওয়া যেতে পারে। বিশেষ করে চাকুরীর পরিক্ষার ক্ষেত্রে।
- যেকোন প্রতিযোগীতায় স্বার্থপর হতেই হবে কারন মনে রাখতে হবে যে, আপনার পাশে সবাই আপনার প্রতিদ্বন্দী।
এই দুনিয়ায় সকল সম্পর্কই স্বার্থের উর্ধ্বে নয়।সেদিকেই খেয়াল রাখতে হবে।সর্বশেষে একটা কথাই বলব যে, নিজের ভাল নিজেকেই বুঝে নিতে হবে।কথায় আছে যে, ”আপন ভালো পাগলেও বুঝে”।এমনকি সময় খারাপ গেলে নিজের বাবা-মাও আপনাকে অবহেলা করবে কটু কথা শোনাবে।তাই নিজের ভালো হয় বা হবে এমন যে কোনো সিদ্ধান্তে আপোশ করবেন না।তবে অন্যের ক্ষতি যাতে না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে।অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করার মধ্যে কোন বীরত্ব নেই।
ভালো থাকবেন।ধন্যবাদ😊।