সব ব্যবসা তেই লাভ বেশি কিন্তু কোন ব্যবসাই আপনি করতে পারবেন না।
কেন?
কিছু মানুষ আছে যারা ভাবে কি ব্যবসা করা যায়। তারা গুগোলে যায় সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া সার্চ করে অথবা কোরায় এসে এমন প্রশ্ন করে উত্তর গুলো মনযোগ দিয়ে পরে। তারা সেখান থেকে নানা আইডিয়া পায়। এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। কদিন পর সব হাওয়ায় মিলিয়ে যায়। তারা কোন আইডিয়াই এক্সিকিউট করে না। এভাবে তারা আবার কিছুদিন পর এমন খোজ করা শুরু করে।
আপনি যদি সত্যি উদ্দক্তা হতে চান আপনার মাথায় যা আইডিয়া আছে কাজে লেগে পরুন। আপনি মাঠে না নামলে বুঝবেন না কোথায় আপনার কমতি আছে। কোন যায়গায় ফাটল আছে। কাস্টমার রা কি চায়। আপনার সেবা বা পন্যের কি কি উন্নতি করা দরকার। আপনার দারা কি সম্ভব। আমি আমের ব্যবসা করে সফল হয়েছি এর মানে এই নয় যে আপনি পারবেন। আপনায় কাজ করতে হবে। উপোদেশ নেয়া বন্ধ করুন। যা আইডিয়া আছে কাজে লেগে পরুন। আপনি যেই পন্য বা সেবা নিয়ে কাজ করেন না কেন সব গুলোই সম্ভাবনাময় ও লাভ জনক। শুধু আপনায় সেটা করতে জানতে হবে। একসময় এখন যেসব ব্যবসা দেখছেন তার কিছুই ছিল না। প্রয়োজন ও ছিল না। আজ এসেছে। প্রয়োজনের তাকিদে মানুষ এসব তৈরি করছে না। বরং তৈরি করে প্রয়োজন সৃষ্টি করছে। ফ্রিজ তৈরির আগেও হাজার হাজার বছর ধরে মানুষ জীবন যাপন করে আসছে আজ না থাকলেও চলত কিন্তু তা আজ অপরিহার্য হয়ে পরেছে।
আপনি যে পন্য বা সেবা নিয়ে কাজ করছেন তার প্রয়োজন নাও থাকতে পারে। কিন্তু শুরু করুন একদিন তা মানুষের অপরিহার্য হয়ে পরবে। মানুষের মাথার উকুন মারার কোন সার্ভিস আমার জানা মতে নেই। আপনি যদি তা শুরু করেন বিশ্বাস করেন কিছু না কিছু কাস্টমার আপনার কাছে গিয়ে উকুন তুলে নিচ্ছে। তাই সব কিছুই সম্ভাবনাময় ও লাভজনক। তাই শুরু করুন আপনার মাথায় যাই আসে।
আপনার পরিকল্পনা যেন গুগোল এ সার্চ করা আর কোরায় প্রশ্ন করার মধ্যেই সিমাবন্ধ না হয়। প্লান এক্সিকিউট করুন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment