আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনার ব্যাংকিং সম্পর্কে তেমন ধারনা নেই। আসুন ক্লিয়ার করি ব্যাপারটা।
কার্ড দুই ধরণের - ১. ডেবিট ২. ক্রেডিট
আম-জনতা যেগুলোকে বলে মাস্টার কার্ড বা ভিসা কার্ড। আসলে মাস্টারকার্ড ও ভিসা দুটি কোম্পানির নাম।
এরা ইন্টারন্যাশনালি টাকা লেনদেনগুলো দেখে থাকে। এরা নিজেরা কোন কার্ড প্রভাইড করেনা বিভিন্ন ব্যাংক এর মাধ্যমে এ সেবা দিয়ে থাকে।
মাস্টার কার্ড হোক আর ভিসা দুই ধরনের কার্ড আছে; ভিসা/মাস্টার কার্ড ডেবিট, ভিসা/মাস্টার কার্ড ক্রেডিট।
এই গুলো আবার দুই ধরণের হয়। এক হচ্ছে লোকাল আরেকটি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি।
আপনার যদি লোকাল ভিসা/মাস্টার কার্ড - ডেবিট/ক্রেডিট কার্ড থাকে তা শুধু আপনি নিজ দেশে ব্যাবহার করতে পারবেন। বাইরে ব্যবহার করতে পারবেন না । আর যদি আপনারটা ডুয়েল কারেন্সি হয় তাহলে দেশ ও দেশের বাহিরে সব যায়গায় ব্যবহার করতে পারবেন।
প্রায় অনেক ব্যাংকই ডেবিট/ক্রেডিট কার্ড ইসু করে থাকে যেমন ডাচবাংলা, সিটি ব্যাংক, ইসলামি ব্যাংক ইত্যাদি। এখন যদি আপনার লোকাল ক্রেডিট বা ডেবিট কার্ড হয় মাস্টার অথবা ভিসা আপনি যখন অনলাইনে কেনাকাটার সময় দেখবেন যে ভিসা কার্ড এ পেমেন্ট করা যায় তাহলে আপনি যে কোন ব্যাংক এর ভিসা কার্ড দিয়ে তা পেমেন্ট করতে পারবেন। ইন্টারন্যাশনাল হলে বাহিরেও আপনি লেনদেন করতে পারবেন।
ভিসা আর মাস্টার কার্ড এর পার্থক্য?
কোন পার্থক্য নেই শুধু আলাদা দুটি কোম্পানি। এছারাও আছে আমেরিকান এক্সপ্রেস। সব একই, শুধু কোম্পানি আলাদা।
ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এর পার্থক্য?
ডেবিট কার্ড- ডেবিট কার্ড অনেকটা আপনার মানি ব্যাগ এর মত এতে টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন, না থাকলে নাই। তেমনি কার্ড এ টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন, না থাকলে নাই।
ক্রেডিট কার্ড- ক্রেডিট হচ্ছে আপনার কার্ড এ একটা ক্রেডিট লিমিট থাকবে ধরুন ৯০ হাজার। আপনার কাছে টাকা না থাকা শর্তেও আপনি ৯০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা ও নগদ অর্থ উঠাতে পারবেন। পরে আপনার সুদ সহ সেই টাকা পরিশোধ করতে হবে ।
কিভাবে করবেন ক্রেডিট ডেবিট কার্ড?
যেসকল ব্যাংক কার্ড দিয়ে থকে তদের সাথে যোগাযোগ করুন। যেমন, ডাচবাংলা, ইউসিবি, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামি ব্যাংক ইত্যাদি।
ধন্যবাদ। আশা করি উত্তরটা পেয়েছেন।
No comments:
Post a Comment