আমার সীমা লঙ্ঘনের আগে যখন ধর্য্যের মধ্যে থাকে তখন অনেক চিৎকার চেঁচামেচি করি। এটা করোনা ওটা করোনা, তুমি এটা করলা কেন। তবে আমি খুব বেশী ধৈর্য্যশিল নই তবে খুব কম ও নই।। মোটামুটি মানের ধর্য্যশিল।
কিন্ত যদি ধৈর্য্যের সীমা লঙ্ঘন হয়ে যায় তখন একদম চুপ নির্বাক হয়ে পরি। কিছু বলার ভাষা হারিয়ে ফেলি।। তখন আর অপর প্রান্তের মানুষটার উপোর রাগো হয়না কেন জানি। এ এক অন্য রকমের অনুভুতি বুঝানো যাবে না। মাথা পুরাই ব্লাংক হয়ে যায়। তাকে কিছু বলতেও ইচ্ছা করে না। শরিলটা যেন নিথর হয়ে যায়। কোন কিছু করবার ও শক্তি পাইনা।
আমার জীবনের সব থেকে খারাপ সময় গুলো যখন আমি কার প্রতি ধর্য্য হারায় ফেলি অন্য কিছুতে এতটা কষ্ট পাইনা। আর দুর্ভাগ্যবশত আমার সাথে সব সময় এমনি হয়।। আমি হয়ত কার কাছে আশা করি সে এটা করবে না বা ওটা করবে না। বাট আমার সাথে তাই হয়।
ধন্যবাদ।
No comments:
Post a Comment