কথাটা এমন নয় কথাটা হল যখন আপনার কাছে অনেক অর্থ থাকবে তখন আপনার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে ।
শুধু অর্থের অভাব পুরন হলেই হবে না এর বাহিরে আপনার অর্থ থাকতে হবে তখন আপনি আপনার শরিলের পিছে ব্যয় করতে পারবেন। আপনি আপনার শুধু চুলের যন্ত নেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন। আপনার মুখ মন্ডল এর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন।
আপনার পার্সোনাল ফ্যাসন ডিজাইনার থাকবে সে ঠিক করে দিবে আপনি কেমন ড্রেস পরবেন আপনি আপনার ডাঃ এর দেয়া মেনু অনুযাই খাবার খাবেন। মোট কথা নিজের জন্য যখন আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারবেন কেবল তখনি সুন্দর হয়ে উঠবেন।
ইলোন মাস্ক বিলিয়নিয়ার হবার আগের ও পরের ছবি।
নেহা কাক্কার -
নাওয়াজ উদ্দিন -
এছারাও আপনি অনেক দেখবেন যারা অর্থ উপার্জন এর পর রাতারাতি বদলে গেছে।
তাই শুধু অর্থের অভাব পুরনি নয় বরং আপনার যখন অনেক অর্থ থাকবে কেবল তখনি আপনি সুন্দর হয়ে উঠবেন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment