Thursday, April 22, 2021

খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে কী শিক্ষা নেওয়া উচিত?

আমরা খরগোশ ও কচ্ছপের যে গল্পটা জানি তা কিন্তু সম্পুর্ন নয়। হয়ত এই কথাটা অনেকেই জানেন না। চলুন পুরোগল্প জেনে নেই সাথে এর শিক্ষা।

প্রথম অংশ তো সবাই জানে - ২য় অংশ টা শুরু করি।

তার পর খরগোশ কচ্ছপ কে বলল বন্ধু আমি তো এবার হেরে গেলাম চল আমরা আরেকদিন দৌড় প্রতিযোগিতা দেই। কচ্ছপ রাজি হয়ে গেল। এবার খরগোশ আর থামল না বিশ্রাম নিলো না একদম টানা দৌরে সে এবার জিতে গেল।

মরাল- Fast and Consistent is better than slow and steady. অর্থাৎ দ্রুততার সাথে যদি ধারাবাহিকতা থাকে তাহলে তা ধীর স্থিরতার থেকে ভাল।

তার পর আবার একদিন খরগোশ কচ্ছপ কে বলল বন্ধু চল আমরা আরেকদিন দৌড় প্রতিযোগিতা দেই। কিন্তু এবার তা হবে ভিন্ন রাস্তায়। কচ্ছপ রাজি হয়ে গেল। এবার কিছুদুর রাস্তা যাবার পর দেখা গেল রাস্তায় মাঝ খানে একটা পানি ভর্তি খাল। এখন খরগোশ তো সাঁতার জানে না তাই সে আটকা পরে গেল কচ্ছপ সাতার কেটে পার হয়ে গেল। এবং এবার কচ্ছপ জিতে গেল।

মরাল- Know your core skill and talent & Change the game accordingly. অর্থাৎ আপনার মুল দক্ষতা ও প্রতিভা জানুন ও সেই অনুযাই গেম পরিবর্তন করুন।

গল্প এখানেই শেষ নয়।। এবার খরগোশ বলল বন্ধু আমরা একি পথে আবার প্রতিযোগিতায় নামব কিন্ত এবার আমরা একে অপরকে সহোযোগিতা করব। কচ্ছপ রাজি হয়ে গেল। খরগোশ বলল বন্ধু এবার তুমি আমার পিঠে উঠো আমি তোমায় দ্রুত নিয়ে যাব। তাই হল। খরগোশ ওই খালের আগ অবধি কচ্ছপকে পিঠে করে নিয়ে গেল তার পর পানির মধ্যে খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হল এবং দুইজনি জিতে গেল।

মরাল- share skill each other win together. অর্থাৎ নিজেদের মধ্যে দক্ষতা শেয়ার করে দুজনি জিতে যান।

গল্প এখানেই শেষ।

ধন্যবাদ

No comments:

Post a Comment